Sunday, January 11, 2026

অবশেষে রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

Date:

Share post:

 

শাসকদল তৃণমূল, বিরোধী বাম-কংগ্রেস- সব পক্ষ প্রার্থী ঘোষণার পরে এবার রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। বিজেপি (BJP) সূত্রে খবর, গতবারের মতো এবারও মানিকতলায় প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবেকে (Kalyan Chowbay)। বাগদায় প্রার্থী হয়েছেন বিনয়কুমার বিশ্বাসকে (Binay Kumar Biswas)। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস (ManojKumar Biswas) ও রায়গঞ্জের (Raiganj) টিকিট পেয়েছেন মানসকুমার ঘোষ।চারকেন্দ্রে উপনির্বাচন ১০ জুলাই। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল (TMC)। তার পরে প্রার্থীদের নাম প্রকাশ করে বাম-কংগ্রেস জোটও। অবশেষে গোষ্ঠীদ্বন্দ্ব সামলে সবার পরে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। মানিকতলা কেন্দ্রে ফের প্রার্থী হবেন কল্যাণ চৌবে। গতবার সাধন পাণ্ডের বিরুদ্ধেও তিনিই প্রার্থী ছিলেন। তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী কল্যাণ। এরপরই তিনি ভোটের ফল নিয়ে বিস্তর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সাধন পাণ্ডে (Sadhan Pandey) প্রয়াত হন। কিন্তু কল্যাণের সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় এই আসনে উপনির্বাচন আটকে ছিল। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগও ওঠে কল্যাণের বিরুদ্ধে। এরপরে হাই কোর্টে ‘ইলেকশন পিটিশন’ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান কল্যাণ চৌবে (Kalyan Chowbay)। শেষ পর্যন্ত মামলা উঠে যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে কমিশন। সেখানেই এবার তৃণমূল প্রার্থী প্রায়ত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। তাঁর বিরুদ্ধেও কল্যাণকেই প্রার্থী করেছে পদ্ম শিবির। লোকসভা নির্বাচনের পর রাজ্য়ের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।





spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...