Tuesday, August 26, 2025

অবশেষে রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

Date:

Share post:

 

শাসকদল তৃণমূল, বিরোধী বাম-কংগ্রেস- সব পক্ষ প্রার্থী ঘোষণার পরে এবার রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। বিজেপি (BJP) সূত্রে খবর, গতবারের মতো এবারও মানিকতলায় প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবেকে (Kalyan Chowbay)। বাগদায় প্রার্থী হয়েছেন বিনয়কুমার বিশ্বাসকে (Binay Kumar Biswas)। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস (ManojKumar Biswas) ও রায়গঞ্জের (Raiganj) টিকিট পেয়েছেন মানসকুমার ঘোষ।চারকেন্দ্রে উপনির্বাচন ১০ জুলাই। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল (TMC)। তার পরে প্রার্থীদের নাম প্রকাশ করে বাম-কংগ্রেস জোটও। অবশেষে গোষ্ঠীদ্বন্দ্ব সামলে সবার পরে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। মানিকতলা কেন্দ্রে ফের প্রার্থী হবেন কল্যাণ চৌবে। গতবার সাধন পাণ্ডের বিরুদ্ধেও তিনিই প্রার্থী ছিলেন। তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী কল্যাণ। এরপরই তিনি ভোটের ফল নিয়ে বিস্তর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সাধন পাণ্ডে (Sadhan Pandey) প্রয়াত হন। কিন্তু কল্যাণের সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় এই আসনে উপনির্বাচন আটকে ছিল। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগও ওঠে কল্যাণের বিরুদ্ধে। এরপরে হাই কোর্টে ‘ইলেকশন পিটিশন’ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান কল্যাণ চৌবে (Kalyan Chowbay)। শেষ পর্যন্ত মামলা উঠে যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে কমিশন। সেখানেই এবার তৃণমূল প্রার্থী প্রায়ত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। তাঁর বিরুদ্ধেও কল্যাণকেই প্রার্থী করেছে পদ্ম শিবির। লোকসভা নির্বাচনের পর রাজ্য়ের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।





spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...