Saturday, November 1, 2025

পান্নুন হত্যায় অভিযুক্ত নিখিলকে আমেরিকার হাতে তুলে দিলো চেক প্রজাতন্ত্র

Date:

খালিস্তানি সন্ত্রাসী আমেরিকার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যায় কতটা যোগ রয়েছে ভারতের সরকারি কর্মকর্তাদের, এবার সেই রহস্যের পর্দা ওঠার সম্ভাবনা। খুনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে এবার আমেরিকার হাতে তুলে দিলো চেক প্রজাতন্ত্র। আমেরিকার মাটিতে খুনের ঘটনায় সেই দেশের অপরাধীকে সোমবারই নিউ ইয়র্কের ফেডেরাল কোর্টে পেশ করার সম্ভাবনা। নিখিল গুপ্তার প্রত্যর্পণ এমন একটা সময়ে হলো যখন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দিল্লি সফরে আসছেন ভারত-মার্কিন যৌথ উদ্যোগ ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি, বা আইসিইটি’র বার্ষিক সংলাপে অংশ নিতে।

ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা, যিনি আমেরিকায় খালিস্তানি সন্ত্রাসী এবং মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যার চক্রান্তে অভিযুক্ত, তাঁকে ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। ফেডারেল ব্যুরো প্রিজন ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে শুক্রবারই চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণ করা হয়েছে। গত মাসে, একটি চেক আদালত মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো এড়াতে নিখিল গুপ্তার আবেদন প্রত্যাখ্যান করে। এরপরই চেক বিচার মন্ত্রক তাঁকে প্রত্যর্পণের উদ্যোগ নেয়।

হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার মার্কিন অভিযোগের ভিত্তিতে গুপ্তাকে ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল। মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের মতে, গুপ্তা একজন মার্কিন নাগরিককে হত্যা করার জন্য একজন হিটম্যান ভাড়া করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এর পাশাপাশি অভিযোগ ওঠে একজন ভারতীয় সরকারি কর্মকর্তার নির্দেশে তিনি এই কাজ করেছিলেন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুলিভানের ভারত সফরের আগেই এই প্রত্যর্পণে বিশেষ প্রভাব পড়তে পারে। নিখিল গুপ্তার বিষয়টি সুলিভান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সামনে উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। যদিও ভারত পান্নুন হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিখিল গুপ্তাও তাঁর অ্যাটর্নির মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তাকে “অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে”।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version