Sunday, November 9, 2025

ক্রমশই খারাপ হচ্ছে পরিস্থিতি! শুরু উত্তর সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকাজ 

Date:

সময় যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি। সেকারণেই লাগাতার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। খারাপ আবহাওয়ার কারণে রবিবারও উত্তর সিকিমে (North Sikkim) আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজ থমকে গেলেও সিকিম সরকার সূত্রে খবর, সোমবার বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মঙ্গলবার থেকেই পুরোদমে উদ্ধারকাজ (Rescue Operation) শুরু করা যাবে বলে খবর।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, লাচুং থেকে মঙ্গন পর্যন্ত তিনটি জায়গায় বড় ধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে রবিবার। আর সড়কপথের যা অবস্থা, তাতে হেঁটে যাওয়া রীতিমতো কষ্টসাধ্য। পর্যটকদের মধ্যে শিশু, মধ্য বয়সী ও বয়স্করা রয়েছেন। স্বাভাবিকভাবেই সঙ্গে রয়েছে প্রচুর জিনিসপত্র। এই অবস্থায় প্রায় ১৫ কিলোমিটার রাস্তা হেঁটে পার করা এক প্রকার অসম্ভব। তাই আপাতত তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
রবিবার বৈঠকে বসেন লাচুংয়ের প্রশাসনিক কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, সোমবারের বদলে মঙ্গলবার থেকে উদ্ধারকাজ শুরু হবে। সেই সঙ্গে পর্যটকদের আশ্বাস দিয়ে জানানো হয়, সঙ্গে থাকা ভারী জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। যাতে পর্যটকদের হেঁটে পার হতে অসুবিধা না হয়। আর সেই মতো সোমবার একটু আবহাওয়া ঠিক হতেই এয়ারলিফ্টের মাধ্যমে পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। সিকিম সরকার উদ্ধারকাজের জন্য একটি কোর টিমও গঠন করেছে। যারা প্রতিনিয়ত বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রাখছে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version