Friday, August 22, 2025

বেপরোয়া গতির জের! বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু যুবকের

Date:

মত্ত অবস্থায় বেপরোয়া গতির জের! ফের খাস কলকাতায় (Kolkata) পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাবে বলে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক। পরিবারের সদস্যদের জানিয়েছিলে রাতে সেখানেই থাকবে। কিন্তু ভোরবেলা বাড়ি ফেরার পথে মৃত্যু হল বলে গিয়েছিলেন, রাতে থাকবেন বন্ধুর বাড়িতেই। রবিবার ভোরে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বৈষ্ণবঘাটা-পাটুলি টাউনশিপের বাসিন্দা আকাশ মহাকালের (১৯)। ই এম বাইপাসের (EM Bypass ) সার্ভে পার্ক থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ওই যুবক মত্ত অবস্থায় ছিল এবং তাঁর মাথায় হেলমেট ছিল না।

পরিবারের একমাত্র সন্তান আকাশ মুকুন্দপুরের একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র। তাঁর বাবা পেশায় গাড়িচালক। পরিবার সূত্রের খবর, মাস ছয়েক আগে বাইক কিনেছিল আকাশ। শনিবার রাত আটটা নাগাদ তপসিয়ায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বেরোয়। এরপর রাত ১১টা নাগাদ মায়ের সঙ্গে শেষ বার ফোনে কথা হয় আকাশের। শনিবারের রাত কাটতে না কাটতেই রবিবার ভোরে সার্ভে পার্ক থানার পুলিশ ফোন করে ওই তরুণের পরিবারকে মৃত্যু সংবাদ জানায়। এদিকে তদন্তে নেমে পুলিশ জেনেছে, রুবির দিক থেকে বেপরোয়া গতিতে বাইক নিয়ে আসার সময়ে লোহার গার্ডরেলে ধাক্কা মারে আকাশের বাইক। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে সে। বাইকটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। এরপরই বিষয়টি নজরে আসতেই টহলরত পুলিশকর্মীরা দ্রুত ওই তরুণকে কাছেরই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

হাসপাতাল সূত্রের খবর, আকাশের মাথার পিছন দিকে আঘাত লেগেছিল। ইতিমধ্যে বাইকটি আটক করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, পার্টিতে মদ্যপানের আয়োজন ছিল। রাত সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফেরার জন্য বেরোন আকাশ। তার ঘণ্টা দেড়েক পরে, ভোর পাঁচটা নাগাদ ঘটে দুর্ঘটনা। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, ওই তরুণ মত্ত অবস্থায় ছিলেন। সেই সঙ্গে বাইকের গতিও ছিল অত্যন্ত বেশি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পুরো ঘটনাটি স্পষ্ট হবে বলেই জানিয়েছে পুলিশ। আকাশের অকালমৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন আকাশের মা-সহ পরিবারের বাকি সদস্যেরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version