কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার প্রৌঢ়

সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjangha Express) ভয়াবহ দুর্ঘটনা। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকা ধাক্কা মরে একটি মালগাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত বেসরকারি সূত্রে ১৫জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রেলের তরফে ৯জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার (Kolkata) এক বাসিন্দাও। মৃতের নাম শঙ্কর মোহন দাস। তাঁর বয়স ৬২ বছর। বাড়ি বেলেঘাটা অঞ্চলে। তিনি রেলেই কর্মরত ছিলেন বলে সূত্রের খবর।সকাল ৯টা নাগাদ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjangha Express) পিছন ধাক্কা মারে মালগাড়ি। ফলে লাইন থেকে ছিটকে পড়ে পিছনের দুটি কামরা। এইটি বগি উঠে যায় মালগাড়ির উপর। পিছুনের দিকে ছিল ট্রেনের পার্সেল ভ্যান বা বগিটি। RMS ডিপার্টমেন্ট অর্থাৎ পার্সেল ভ্যানেই কর্মরত ছিলেন শঙ্কর মোহন দাস। পরিবার সূত্রে খবর সাড়ে ৮টা নাগাদ ফোনে শেষ পরিবারের সঙ্গে কথা বলেন শঙ্কর। দুর্ঘটনার পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ১০টা ২৫ নাগাদ শিয়ালদহের স্টেশনে অনুসন্ধান কেন্দ্রে গিয়ে পরিজনরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা।





Previous articleকাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত বগিগুলি যাত্রীসহ শিয়ালদহর উদ্দেশে রওনা: CPRO
Next articleআচমকাই বুকে ব্যথা! কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়, কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?