সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjangha Express) ভয়াবহ দুর্ঘটনা। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকা ধাক্কা মরে একটি মালগাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত বেসরকারি সূত্রে ১৫জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রেলের তরফে ৯জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার (Kolkata) এক বাসিন্দাও। মৃতের নাম শঙ্কর মোহন দাস। তাঁর বয়স ৬২ বছর। বাড়ি বেলেঘাটা অঞ্চলে। তিনি রেলেই কর্মরত ছিলেন বলে সূত্রের খবর।