Saturday, August 23, 2025

সকাল থেকেই খারাপ ছিল রানিপাত্র থেকে ছত্তরহাটের মাঝে অটোমেটিক সিগনালিং ব্যবস্থা। ফলে পেপার সিগনাল নিয়েও চলছিল ট্রেনের চলাচল। সিগনাল খারাপ থাকলে যে নিয়ম প্রযোজ্য হয়, মালগাড়ির সেই নিয়ম মানার ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল। নাকি পেপার সিগনাল দেওয়ার ক্ষেত্রেই কোনও সমস্যা হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সিগনাল খারাপ থাকার জন্য রেল যোগাযাগ যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল প্রায় ২০ কিমি রাস্তা। তারপরেও যথেষ্ট সচেতনতা যে ছিল না, তা রাঙাপানির ভয়াবহ দুর্ঘটনা থেকেই প্রমাণ মিলেছে।

তদন্ত শুরুর আগেই রেল দফতর মালগাড়ির চালকের ভুলের কথা প্রচার করে দেওয়া হয়েছে। যদিও সকাল ৫.৫০ থেকে ওই লাইনের অটোমেটিক সিগনালিং ব্যবস্থা খারাপ ছিল। স্টেশন থেকে পেপার মেমো না পেলে সেক্ষেত্রে কোনও চালকেরই গাড়ি নিয়ে এগোনোর কথা না। সিগনালিং ব্যবস্থা খারাপ থাকলে লাল সিগনালে যে কোনও ট্রেনের থেমে থাকাই নিয়ম। তারপরেও এগোলে ১০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিবেগে এগোনো যাবে না। যদি পেপার মেমো পাওয়া যায় কোনও স্টেশন মাস্টারের তরফ থেকে তবেই সব লাল সিগনাল না মেনে এগোতে পারবেন চালক।

পেপার মেমো নেওয়ার ক্ষেত্রে গাড়ির চালক ও গার্ড দুজনকেই সেই মেমো দেওয়ার কথা। যদি দুজনকে নাও দেওয়া হয়, তাহলেও চালক ও গার্ড দুজনকে সেই মেমোর বিষয় বস্তু বিস্তারিত জানানোই নিয়ম। এই দুর্ঘটনায় মেমো ছাড়াই মালগাড়ি এগিয়েছিল কিনা সেই উত্তর মৃত চালক ও সহকারী চালক দিতে পারতেন। তবে মালগাড়ির গার্ডের কাছেও সেই তথ্য থাকার কথা। রেলের তদন্তে তাই মালগাড়ির গার্ডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে।

পেপার মেমো দেওয়া হয়েছিল কিনা সেই উত্তর মালগাড়ির চালকের থেকে পাওয়া না গেলেও রাঙাপানির স্টেশন মাস্টার ও মালগাড়ির গার্ডের থেকে সেই উত্তর পাওয়া সম্ভব হবে। যদি মালগাড়ির চালককে সিগনাল না মানার মেমো দেওয়া হয়ে থাকে তবে প্রশ্ন সেই মেমোর বিষয়বস্তু কী ছিল, বা চালক কোনওভাবে সেই মেমো বুঝতে ভুল করেছিলেন কিনা। নাকি সত্যিই এক লাইনে কাঞ্চনজঙ্ঘা চলে যাওয়ার পরে সেই লাইনেই মালগাড়ি এসে যায়, তদন্তে এই প্রশ্নের উত্তরও খুঁজবে রেলের আধিকারিকরা। সেক্ষেত্রে মালগাড়ির চালক সিগনাল ভেঙেছিলেন, না কি স্টেশন থেকে পেপার মেমো ভুল দেওয়া হয়েছিল, এই উত্তরের খোঁজেই সোমবারের দুর্ঘটনার তদন্তকারীরা। তবে সেক্ষেত্রে প্রশ্ন থাকছে মালগাড়ি চালক যদি সিগনাল ভুল দেখে থাকেন, সহকারী চালক কী করছিলেন? তিনিও কী চালকের সঙ্গে ভুল সিগনাল দেখেছিলেন, দুজনেই চরম দুর্ঘটনার ঝুঁকির কথা জেনেও একই ভুল করেছিলেন?

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version