Sunday, November 9, 2025

ভোট মিটতেই রাজনৈতিক প্রতিহিংসা! সন্দেশখালির ‘সত্য ফাঁস’ করে তৃণমূলে যোগ দিতেই সিরিয়াকে হেনস্থা BJP-র

Date:

বিজেপির (BJP) সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে নোংরা রাজনীতির পর্দা ফাঁস করে লোকসভা ভোটের (Loksabha Election) আগেই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করেছিলেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে তিনি জানিয়েছিলেন সন্দেশখালিকে যারা অশান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে। পাশাপাশি সন্দেশখালির ঘটনা যে পুরোপুরি বিজেপির সাজানো সেকথাও প্রমান সহ বুঝিয়ে দেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বসিরহাটের সেই নেত্রী সিরিয়া পারভিনকেই (Syria Parveen) এবার রাতের অন্ধকারে হেনস্থার অভিযোগ উঠল। রবিবার রাতে বাদুড়িয়া থানার যদুরাটি এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সিরিয়ার অভিযোগ, রবিবার রাতে নিজের দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেইসময় বাদুড়িয়ার যদুরাটিতে তাঁর গাড়ি দাঁড় করিয়ে প্রথমে তাঁকে ঠেলে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তাঁকে হেনস্থা করা হয়। এমনকি, তাঁর গাড়ির চালককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি এবং আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সিরিয়া। সিরিয়ার আরও দাবি, আমি কাজ শেষ করে ফিরছিলাম। যদুরাটি নতুন হাটখোলা বাজার শেষ করে এগিয়ে আসতেই বিশেষ কাজে গাড়ি দাঁড় করাতে বলেছিলাম চালককে। কিন্তু গাড়ি পুরোপুরি দাঁড় করানোর আগেই একটা ছেলে আমার উপর হামলা চালায়। আমাকে বলে, “বিজেপি থেকে তৃণমূলে এসেছেন দালালি করার জন্য? কী করতে পারি দেখবেন”? এরপর আমার গাড়িচালক প্রশ্ন করায়, ওকে টেনে বার করে বেধড়ক মারধর শুরু করে। আমি গাড়ি থেকে বেরোতে গেলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। আমার নিরাপত্তারক্ষী না থাকলে আরও বিপদ হত। কে এসেছিল তদন্ত করে দেখা হোক। সাইকেলে করে এসেছিল এক জন। ওর পিছনে কত জন ছিল জানি না। আমার মনে হয় ওরা বিজেপি সমর্থিত আইএসএফ কর্মী। আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। কিন্তু এলাকারই ছেলে।

এদিকে ঘটনার পর রবিবার রাতেই বাদুড়িয়া থানায় অভিযোগও দায়ের করেছেন সিরিয়া। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তবে সিরিয়া যে এর শেষ দেখে ছাড়বেন তা ইতিমধ্যে তিনি স্পষ্ট করেছেন।


Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version