কৃষকবন্ধু প্রকল্প: মৃত্যুজনিত ক্ষতিপূরণের ৪৩ কোটি বরাদ্দ রাজ্যের

কৃষকবন্ধু প্রকল্পে মৃত কৃষক পরিবারের হাতে আর্থিক সহায়তা দানের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দ করলো কৃষি দফতর। এই টাকা চলতি অর্থবর্ষে জুন মাসে বরাদ্দ করা হয়েছে। এর ফলে ২১৫০ পরিবার উপকৃত হবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ১৮ বছর থেকে ৬০ বছর বয়সের কৃষকের মৃত্যু হলে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ মৃত কৃষকের নিকট আত্মীয় র হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, ২০১৯ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্প সূচনার সময় থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ১২ হাজার মৃত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই খাতে এখনও পর্যন্ত রাজ্য সরকারের ২ হাজার ২৪০ কোটি টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন- উত্তর সিকিমে আটকে থাকা নয় পর্যটককে উদ্ধার

 

 

Previous articleআচমকা বিকট শব্দ-ঝাঁকুনি! চারিদিক থেকে আর্ত চিৎকার, অভিজ্ঞতা শোনালেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী
Next articleমঙ্গলে মদনমোহন মন্দিরে মা-মাটি-মানুষের নামে পুজো দেবেন মমতা