Sunday, November 2, 2025

রেলের ‘মৃত’ দাবি করা সহকারী চালক জীবিত! ভুলতে পারছেন না আতঙ্ক

Date:

একের পর এক মিথ্যের বেলুন ফুঁটো হচ্ছে রেল দফতরের। কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রেল বোর্ডের চেয়ারম্যান তথা সিইও জানিয়েছিলেন তিন রেল কর্মী মৃত। তার মধ্যে ছিলেন মালগাড়ির চালক, সহকারী চালক ও কাঞ্চনজঙ্ঘার গার্ড। অথচ মঙ্গলবার দেখা গেল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মালগাড়ির সহকারী চালক মনু কুমার। তাহলে কীসের ভিত্তিতে সহকারী চালককে মৃত ঘোষণা করেছিলেন চেয়ারম্যান জয়া ভর্মা সিনহা, উঠছে প্রশ্ন।

সোমবার সকালে দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় গ্রামের মানুষ। রাজ্য সরকারের মেডিক্যাল টিম থেকে অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায়। পরে দেখা যায় মালগাড়ির চালকের দেহ বিপজ্জনকভাবে দুটি গাড়ির মাঝে চাপা পড়ে গিয়েছে। প্রথমে গ্যাস কাটার দিয়ে দেহ বের করার সিদ্ধান্ত নেওয়া হলেও দেহ অক্ষত অবস্থায় বের করা সম্ভব নয়, বলে সেই পথ বাতিল করা হয়। এরপর দুটি ট্রেনের ভগ্নাবশেষ সরিয়ে চালকের কেবিন থেকে দেহটি বের করা হয়। কিন্তু সহকারী চালকের কথা কোথাও উল্লেখ করা হয়নি।

রেল কর্তৃপক্ষ বারবার মালগাড়ির চালক ও সহকারী চালকের মৃত্যুর দাবি করলেও তাঁর মৃতদেহের বিষয়ে কেউ কিছুই জানাননি। মঙ্গলবার দেখা যায় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সেই সহকারী চালক মনু কুমার। সংবাদ মাধ্যমকে তিনি জানান পরিবারকে তাঁর খবর তিনি জানাতে চাননি, তাঁরা উদ্বিগ্ন হবেন ভেবে। সেই সঙ্গে চালকের অবস্থা নিয়েও প্রশ্ন করেন। কার্যত দুর্ঘটনার আতঙ্ক ছিল তাঁর চোখেমুখে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version