Monday, May 19, 2025

আত্মঘাতী গোল, জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু ফ্রান্সের

Date:

Share post:

জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ফ্রান্স। সোমবার রাতে তারা ১-০ গোলে হারাল অস্ট্রিয়াকে। আত্মঘাতী গোলে জিতলেন কিলিয়ান এমবাপেরা। অস্ট্রিয়ার ডিফেন্ডার ভুল না করলে তিন পয়েন্ট পাওয়াই হত না তাদের। এদিকে বিপক্ষের জালে এক বারও বল জড়াতে পারলেন না এমবাপেরা। গোল পেলেন না তিনিও ।

ম্যাচের প্রথম থেকে আক্রমণে ঝাঁপায় ফ্রান্স। পিছন থেকে শুরু হচ্ছিল তাদের আক্রমণ। প্রতিপক্ষকে মেপে নিয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিয়েছিল তারা। চাপের মুখে পরেও অস্ট্রিয়া নিজেদের দুর্গ রক্ষা করে। দু’দলের লড়াই হচ্ছিল মাঝমাঠে। ম্যাচে শুরুর দিকে ফ্রান্স দু’-একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেখানে অস্ট্রিয়া সুযোগ পেলেও ধারাবাহিক ভাবে আক্রমণ করে যাচ্ছিল।কিন্তু এরই মধ্যে ম্যাচে ৩৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স। ডান দিক থেকে আক্রমণে উঠে ফ্রান্স। বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বল ভাসান এমবাপে। কিন্তু কোনও সতীর্থ তাঁর নাগাল পাননি। তবে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন ম্যাক্সিমিলিয়ান উবের।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ফ্রান্স। ৫৫ মিনিটে সুযোগ মিস করেন এমবাপে। মাঝমাঠ থেকে এমবাপেকে পাস দেন রাবিয়ঁ। সামনে একা গোলকিপার ছিলেন। এক গোলরক্ষককে পেয়েও কিছু করতে পারলেন তিনি। গোলের ডান দিকে শট রাখতে গিয়ে বাইরে মেরে বসেন এমবাপে। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স।

আরও পড়ুন- স্টিম্যাচকে বরখাস্ত করল এআইএফএফ

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...