আত্মঘাতী গোল, জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু ফ্রান্সের

জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ফ্রান্স। সোমবার রাতে তারা ১-০ গোলে হারাল অস্ট্রিয়াকে। আত্মঘাতী গোলে জিতলেন কিলিয়ান এমবাপেরা। অস্ট্রিয়ার ডিফেন্ডার ভুল না করলে তিন পয়েন্ট পাওয়াই হত না তাদের। এদিকে বিপক্ষের জালে এক বারও বল জড়াতে পারলেন না এমবাপেরা। গোল পেলেন না তিনিও ।

ম্যাচের প্রথম থেকে আক্রমণে ঝাঁপায় ফ্রান্স। পিছন থেকে শুরু হচ্ছিল তাদের আক্রমণ। প্রতিপক্ষকে মেপে নিয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিয়েছিল তারা। চাপের মুখে পরেও অস্ট্রিয়া নিজেদের দুর্গ রক্ষা করে। দু’দলের লড়াই হচ্ছিল মাঝমাঠে। ম্যাচে শুরুর দিকে ফ্রান্স দু’-একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেখানে অস্ট্রিয়া সুযোগ পেলেও ধারাবাহিক ভাবে আক্রমণ করে যাচ্ছিল।কিন্তু এরই মধ্যে ম্যাচে ৩৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স। ডান দিক থেকে আক্রমণে উঠে ফ্রান্স। বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বল ভাসান এমবাপে। কিন্তু কোনও সতীর্থ তাঁর নাগাল পাননি। তবে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন ম্যাক্সিমিলিয়ান উবের।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ফ্রান্স। ৫৫ মিনিটে সুযোগ মিস করেন এমবাপে। মাঝমাঠ থেকে এমবাপেকে পাস দেন রাবিয়ঁ। সামনে একা গোলকিপার ছিলেন। এক গোলরক্ষককে পেয়েও কিছু করতে পারলেন তিনি। গোলের ডান দিকে শট রাখতে গিয়ে বাইরে মেরে বসেন এমবাপে। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স।

আরও পড়ুন- স্টিম্যাচকে বরখাস্ত করল এআইএফএফ