Friday, August 22, 2025

১৬ লক্ষ টাকায় ডাক্তারির ডিগ্রি গেল মধ্যপ্রদেশ থেকে গুজরাটে! পাঁচবছর পরে FIR

Date:

হোমিওপ্যাথ ডাক্তার থেকে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার আশায় দিয়েছিলেন ১৬.৩২ লক্ষ টাকা। কিন্তু হাতে পেয়েছিলেন ভুয়ো ডাক্তারির ডিগ্রি। গুজরাটের মেহসানার ওই হোমিওপ্যাথ ডাক্তার ২০১৯ সালে দ্বারস্থ হয়েছিলেন পুলিশের। কিন্তু পাঁচ বছর ধরে কোনও পদক্ষেপ নেয়নি গুজরাট পুলিশ। সম্প্রতি NEET দুর্নীতি নিয়ে অভিযোগের নিশানায় নরেন্দ্রে মোদির নিজের রাজ্যও। তারপরই পাঁচ বছর পুরোনো ভুয়ো ডাক্তারির সার্টিফিকেটের মামলায় নড়েচড়ে বসে গুজরাট পুলিশ। টাকা নিয়ে ডাক্তার হওয়ার মামলায় কেন এত বছরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, উঠেছে প্রশ্ন।

ইন্টারনেটে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার জায়গা খুঁজতে গিয়ে মধ্যপ্রদেশের ঝাঁসির একটি বিশ্ববিদ্যালয়ের খোঁজ পান। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে অপেক্ষা করেন ক্লাস শুরু হওয়ার। কিন্তু সংস্থার পক্ষ থেকে উত্তরাখণ্ডের এক ব্যক্তি তাঁকে ২৫ বার ফোন করে দাবি করেন তাঁর চিকিৎসক হওয়ার সব পদ্ধতি আইনি পথে হবে। শেষে চিকিৎসক হওয়ার জন্য তিনি ১৬.৩২ লক্ষ টাকা দেন। এরপরই তাঁর কাছে পৌঁছায় একটি খাম যেখানে ছিল তাঁর – এমবিবিএসের মার্কসিট, ডিগ্রির সার্টিফিকেট, ইন্টার্নশিপের সার্টিফিকেট এবং ডাক্তারির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও।

এই খাম পাওয়ার পর ২০১৯ সালেই তিনি মেহসানা থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নিজেদের হাতে নেয় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। তদন্ত করে দেখা যায় এই গোটা বিষয়ের সঙ্গে যুক্ত দিল্লির একটি বিরাট চক্র, যাঁরা দিল্লির নেহেরু প্যালেসের একটি ব্যাঙ্কে টাকা লেনদেনও করেছেন। কিন্তু প্রচুর পরিমাণ তথ্য হাতে পাওয়ার পরেও এই জালিয়াতিতে আর কোনও পদক্ষেপ নেয়নি আহমেদাবাদ পুলিশ। অবশেষে ২০২৪ সালে এই মামলায় এফআইআর দায়ের করেছে গুজরাট পুলিশ।

২০১৯ সাল বা তারও আগে থেকে যদি এই চক্র সক্রিয় থাকে তবে কী এভাবেই আরও ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট নিয়ে দেশে ঘুরছেন আরও ভুয়ো ডাক্তার। তবে ডাক্তারির মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বড় চক্রের খোঁজ পেয়েও কেন এতদিন তদন্ত করেনি গুজরাট পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিযোগকারী হোমিওপ্যাথ ডাক্তার। NEET নিয়ে গুজরাটের দিকে অভিযোগের তীর না ঘুরলে কী এভাবেই চলত ভুয়ো ডাক্তারির কারবার, উঠেছে প্রশ্ন।

Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...
Exit mobile version