Tuesday, November 4, 2025

১৬ লক্ষ টাকায় ডাক্তারির ডিগ্রি গেল মধ্যপ্রদেশ থেকে গুজরাটে! পাঁচবছর পরে FIR

Date:

হোমিওপ্যাথ ডাক্তার থেকে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার আশায় দিয়েছিলেন ১৬.৩২ লক্ষ টাকা। কিন্তু হাতে পেয়েছিলেন ভুয়ো ডাক্তারির ডিগ্রি। গুজরাটের মেহসানার ওই হোমিওপ্যাথ ডাক্তার ২০১৯ সালে দ্বারস্থ হয়েছিলেন পুলিশের। কিন্তু পাঁচ বছর ধরে কোনও পদক্ষেপ নেয়নি গুজরাট পুলিশ। সম্প্রতি NEET দুর্নীতি নিয়ে অভিযোগের নিশানায় নরেন্দ্রে মোদির নিজের রাজ্যও। তারপরই পাঁচ বছর পুরোনো ভুয়ো ডাক্তারির সার্টিফিকেটের মামলায় নড়েচড়ে বসে গুজরাট পুলিশ। টাকা নিয়ে ডাক্তার হওয়ার মামলায় কেন এত বছরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, উঠেছে প্রশ্ন।

ইন্টারনেটে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার জায়গা খুঁজতে গিয়ে মধ্যপ্রদেশের ঝাঁসির একটি বিশ্ববিদ্যালয়ের খোঁজ পান। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে অপেক্ষা করেন ক্লাস শুরু হওয়ার। কিন্তু সংস্থার পক্ষ থেকে উত্তরাখণ্ডের এক ব্যক্তি তাঁকে ২৫ বার ফোন করে দাবি করেন তাঁর চিকিৎসক হওয়ার সব পদ্ধতি আইনি পথে হবে। শেষে চিকিৎসক হওয়ার জন্য তিনি ১৬.৩২ লক্ষ টাকা দেন। এরপরই তাঁর কাছে পৌঁছায় একটি খাম যেখানে ছিল তাঁর – এমবিবিএসের মার্কসিট, ডিগ্রির সার্টিফিকেট, ইন্টার্নশিপের সার্টিফিকেট এবং ডাক্তারির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও।

এই খাম পাওয়ার পর ২০১৯ সালেই তিনি মেহসানা থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নিজেদের হাতে নেয় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। তদন্ত করে দেখা যায় এই গোটা বিষয়ের সঙ্গে যুক্ত দিল্লির একটি বিরাট চক্র, যাঁরা দিল্লির নেহেরু প্যালেসের একটি ব্যাঙ্কে টাকা লেনদেনও করেছেন। কিন্তু প্রচুর পরিমাণ তথ্য হাতে পাওয়ার পরেও এই জালিয়াতিতে আর কোনও পদক্ষেপ নেয়নি আহমেদাবাদ পুলিশ। অবশেষে ২০২৪ সালে এই মামলায় এফআইআর দায়ের করেছে গুজরাট পুলিশ।

২০১৯ সাল বা তারও আগে থেকে যদি এই চক্র সক্রিয় থাকে তবে কী এভাবেই আরও ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট নিয়ে দেশে ঘুরছেন আরও ভুয়ো ডাক্তার। তবে ডাক্তারির মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বড় চক্রের খোঁজ পেয়েও কেন এতদিন তদন্ত করেনি গুজরাট পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিযোগকারী হোমিওপ্যাথ ডাক্তার। NEET নিয়ে গুজরাটের দিকে অভিযোগের তীর না ঘুরলে কী এভাবেই চলত ভুয়ো ডাক্তারির কারবার, উঠেছে প্রশ্ন।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version