Sunday, August 24, 2025

১৬ লক্ষ টাকায় ডাক্তারির ডিগ্রি গেল মধ্যপ্রদেশ থেকে গুজরাটে! পাঁচবছর পরে FIR

Date:

হোমিওপ্যাথ ডাক্তার থেকে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার আশায় দিয়েছিলেন ১৬.৩২ লক্ষ টাকা। কিন্তু হাতে পেয়েছিলেন ভুয়ো ডাক্তারির ডিগ্রি। গুজরাটের মেহসানার ওই হোমিওপ্যাথ ডাক্তার ২০১৯ সালে দ্বারস্থ হয়েছিলেন পুলিশের। কিন্তু পাঁচ বছর ধরে কোনও পদক্ষেপ নেয়নি গুজরাট পুলিশ। সম্প্রতি NEET দুর্নীতি নিয়ে অভিযোগের নিশানায় নরেন্দ্রে মোদির নিজের রাজ্যও। তারপরই পাঁচ বছর পুরোনো ভুয়ো ডাক্তারির সার্টিফিকেটের মামলায় নড়েচড়ে বসে গুজরাট পুলিশ। টাকা নিয়ে ডাক্তার হওয়ার মামলায় কেন এত বছরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, উঠেছে প্রশ্ন।

ইন্টারনেটে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার জায়গা খুঁজতে গিয়ে মধ্যপ্রদেশের ঝাঁসির একটি বিশ্ববিদ্যালয়ের খোঁজ পান। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে অপেক্ষা করেন ক্লাস শুরু হওয়ার। কিন্তু সংস্থার পক্ষ থেকে উত্তরাখণ্ডের এক ব্যক্তি তাঁকে ২৫ বার ফোন করে দাবি করেন তাঁর চিকিৎসক হওয়ার সব পদ্ধতি আইনি পথে হবে। শেষে চিকিৎসক হওয়ার জন্য তিনি ১৬.৩২ লক্ষ টাকা দেন। এরপরই তাঁর কাছে পৌঁছায় একটি খাম যেখানে ছিল তাঁর – এমবিবিএসের মার্কসিট, ডিগ্রির সার্টিফিকেট, ইন্টার্নশিপের সার্টিফিকেট এবং ডাক্তারির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও।

এই খাম পাওয়ার পর ২০১৯ সালেই তিনি মেহসানা থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নিজেদের হাতে নেয় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। তদন্ত করে দেখা যায় এই গোটা বিষয়ের সঙ্গে যুক্ত দিল্লির একটি বিরাট চক্র, যাঁরা দিল্লির নেহেরু প্যালেসের একটি ব্যাঙ্কে টাকা লেনদেনও করেছেন। কিন্তু প্রচুর পরিমাণ তথ্য হাতে পাওয়ার পরেও এই জালিয়াতিতে আর কোনও পদক্ষেপ নেয়নি আহমেদাবাদ পুলিশ। অবশেষে ২০২৪ সালে এই মামলায় এফআইআর দায়ের করেছে গুজরাট পুলিশ।

২০১৯ সাল বা তারও আগে থেকে যদি এই চক্র সক্রিয় থাকে তবে কী এভাবেই আরও ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট নিয়ে দেশে ঘুরছেন আরও ভুয়ো ডাক্তার। তবে ডাক্তারির মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বড় চক্রের খোঁজ পেয়েও কেন এতদিন তদন্ত করেনি গুজরাট পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিযোগকারী হোমিওপ্যাথ ডাক্তার। NEET নিয়ে গুজরাটের দিকে অভিযোগের তীর না ঘুরলে কী এভাবেই চলত ভুয়ো ডাক্তারির কারবার, উঠেছে প্রশ্ন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version