Sunday, November 9, 2025

১৬ লক্ষ টাকায় ডাক্তারির ডিগ্রি গেল মধ্যপ্রদেশ থেকে গুজরাটে! পাঁচবছর পরে FIR

Date:

হোমিওপ্যাথ ডাক্তার থেকে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার আশায় দিয়েছিলেন ১৬.৩২ লক্ষ টাকা। কিন্তু হাতে পেয়েছিলেন ভুয়ো ডাক্তারির ডিগ্রি। গুজরাটের মেহসানার ওই হোমিওপ্যাথ ডাক্তার ২০১৯ সালে দ্বারস্থ হয়েছিলেন পুলিশের। কিন্তু পাঁচ বছর ধরে কোনও পদক্ষেপ নেয়নি গুজরাট পুলিশ। সম্প্রতি NEET দুর্নীতি নিয়ে অভিযোগের নিশানায় নরেন্দ্রে মোদির নিজের রাজ্যও। তারপরই পাঁচ বছর পুরোনো ভুয়ো ডাক্তারির সার্টিফিকেটের মামলায় নড়েচড়ে বসে গুজরাট পুলিশ। টাকা নিয়ে ডাক্তার হওয়ার মামলায় কেন এত বছরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, উঠেছে প্রশ্ন।

ইন্টারনেটে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার জায়গা খুঁজতে গিয়ে মধ্যপ্রদেশের ঝাঁসির একটি বিশ্ববিদ্যালয়ের খোঁজ পান। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে অপেক্ষা করেন ক্লাস শুরু হওয়ার। কিন্তু সংস্থার পক্ষ থেকে উত্তরাখণ্ডের এক ব্যক্তি তাঁকে ২৫ বার ফোন করে দাবি করেন তাঁর চিকিৎসক হওয়ার সব পদ্ধতি আইনি পথে হবে। শেষে চিকিৎসক হওয়ার জন্য তিনি ১৬.৩২ লক্ষ টাকা দেন। এরপরই তাঁর কাছে পৌঁছায় একটি খাম যেখানে ছিল তাঁর – এমবিবিএসের মার্কসিট, ডিগ্রির সার্টিফিকেট, ইন্টার্নশিপের সার্টিফিকেট এবং ডাক্তারির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও।

এই খাম পাওয়ার পর ২০১৯ সালেই তিনি মেহসানা থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নিজেদের হাতে নেয় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। তদন্ত করে দেখা যায় এই গোটা বিষয়ের সঙ্গে যুক্ত দিল্লির একটি বিরাট চক্র, যাঁরা দিল্লির নেহেরু প্যালেসের একটি ব্যাঙ্কে টাকা লেনদেনও করেছেন। কিন্তু প্রচুর পরিমাণ তথ্য হাতে পাওয়ার পরেও এই জালিয়াতিতে আর কোনও পদক্ষেপ নেয়নি আহমেদাবাদ পুলিশ। অবশেষে ২০২৪ সালে এই মামলায় এফআইআর দায়ের করেছে গুজরাট পুলিশ।

২০১৯ সাল বা তারও আগে থেকে যদি এই চক্র সক্রিয় থাকে তবে কী এভাবেই আরও ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট নিয়ে দেশে ঘুরছেন আরও ভুয়ো ডাক্তার। তবে ডাক্তারির মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বড় চক্রের খোঁজ পেয়েও কেন এতদিন তদন্ত করেনি গুজরাট পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিযোগকারী হোমিওপ্যাথ ডাক্তার। NEET নিয়ে গুজরাটের দিকে অভিযোগের তীর না ঘুরলে কী এভাবেই চলত ভুয়ো ডাক্তারির কারবার, উঠেছে প্রশ্ন।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version