Saturday, January 31, 2026

‘জালিয়াতি করে ডাক্তার হলে ধ্বংসাত্মক হবেন’, NTA-কে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

NEET পরীক্ষায় যদি ০.০০১ শতাংশও দুর্নীতি হয়ে থাকে তবে তা প্রকাশ করতে হবে এনটিএ-কে, পর্যবেক্ষণে জানালো সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে যেভাবে দুর্নীতির পথে ডাক্তারির প্রবেশিকায় পাশ করিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের তাতে রীতিমত আতঙ্ক প্রকাশ করে সর্বোচ্চ আদালত। এই সম্পর্কে দ্রুত উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার নিয়ামক সংস্থাকে।

Neet কেলেঙ্কারিতে এবার যে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে চলেছে তা সোমবার স্পষ্ট বোঝা যায়। অবসরকালীন বেঞ্চ হিসাবে ধীরে চলো নীতি প্রাথমিকভাবে অনুসরণ করলেও এবার এই সংক্রান্ত মামলায় জোরালো পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত জানায়, “যদি কোনও পক্ষের ০.০০১ শতাংশও অবহেলা থাকে তাহলেও তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এই বিষয়গুলিতে শুধুই প্রতিপক্ষের মামলা হিসাবে দেখা কখনই উচিত নয়।”

মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ এনটিএ-র নীরবতা নিয়ে কার্যত তাঁদের অযোগ্যতাকেই তুলে ধরেন। তাঁদের পর্যবেক্ষণ, “কল্পনা করুন এমন একটা পরিস্থিতি যেখানে কোনও ব্যক্তি সিস্টেমের মধ্যে জালিয়াতি করেছেন, তারপর ডাক্তার হয়েছেন, তিনি সমাজের পক্ষে অনেক বেশি ধ্বংসাত্মক। আমরা সবাই জানি এই ধরনের পরীক্ষার জন্য কী ধরনের পরিশ্রম ছাত্র-ছাত্রীরা করে থাকে।” সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ পরীক্ষা পরিচালনা করছে এমন একটি সংস্থা হিসাবে, আপনাকে অবশ্যই ন্যায্য আচরণ করতে হবে। যদি কোনও ভুল থাকে, হ্যাঁ বলুন, এটি একটি ভুল, এবং ভুল শুধরানোর জন্য আমরা এই ব্যবস্থা নিতে যাচ্ছি। এই পদক্ষেপে অন্তত আপনার কর্মক্ষমতার প্রতি আস্থা জাগাবে।”

শুনানিতে এনটিএ ও কেন্দ্র উভয়কেই নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দু সপ্তাহের মধ্যে এ নিয়ে দুপক্ষকে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। NEET-UG প্রবেশিকার কাউন্সিলিং ৬ জুলাই। এই পরিস্থিতিতে দ্রুত মামলার নিষ্পত্তি চাইছে আদালতও।

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...