Saturday, November 15, 2025

QR কোডে নিমেষে সমাধান! বরানগরে নয়া উদ্যোগ বিধায়ক সায়ন্তিকার

Date:

বরানগরে এবার “হাত বাড়ালেই বন্ধু”! সেলিব্রিটি তকমা নিয়ে শুধু ভোটে জেতা-ই নয়, যেমন কথা তেমন কাজ! “বিশ্রাম” শব্দটি যেন তাঁর অভিধানে নেই! প্রচণ্ড দাবদাহ, চাঁদিফাটা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে টানা ২ মাস দিনরাত এককরে ভোটের প্রচার সেরেছেন। মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনেছেন, সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষও তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করেছে। এবার কথা রাখার পালা।

বরানগর তাঁকে ঘরে মেয়ে করেছে। বরানগরবাসীর নিত্যদিনের সুখ-দুঃখের ভাগীদার হতে ‘বিধায়ক কার্যালয়’ তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যে কোনও সমস্যায় কাউন্সিলারদের পাশাপাশি বিধায়ককেও সরাসরি জানাতে পারবেন এলাকাবাসী। তার জন্য তৈরি করা হয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে গুগল সিটে সরাসরি বিধায়কের কাছে অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। এই অভিযোগ ঘরে বসেই জানানো যাবে। পার্টি অফিসে গিয়ে হত্যে দেওয়ার প্রয়োজন হবে না।

কীভাবে অভিযোগ জানানো যাবে? বিধানসভা এলাকার জন্য একটি কিউআর কোড তৈরি করা হয়েছে। তা ভার্চুয়ালি সবার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় লাগানো হবে। কেউ অভিযোগ জানাতে চাইলে তিনি মোবাইলে স্ক্যান তা করবেন। তখন খুলে যাবে গুগল পেজ। সেখানে নিজের নাম, ঠিকানা দিয়ে সমস্যার কথা লিখে সেন্ড অপশনে ক্লিক করলেই বিধায়কের টিমের কাছে তা পৌঁছে যাবে। এরপর বিধায়ক বা তাঁর টিমের সদস্যরা সমস্যার সমাধানের চেষ্টা করবেন।

আজ, মঙ্গলবার ওই কিউআর কোডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, এআইয়ের যুগ চলছে। যুগের সঙ্গে তাল মেলাতে হবে। পিছিয়ে থাকলে চলবে না। কেউ সমস্যায় পড়লে যাতে ঘরে বসেই দ্রুততার সঙ্গে তা জানাতে পারেন, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পালনে দায়বদ্ধ। এর মাধ্যমে সাধারণ মানুষ যে কোনও জায়গা থেকেই তাঁর সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তা সমাধানের চেষ্টা করা হবে।

আরও পড়ুন- ভোররাতে শিয়ালদহে ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রেলের সুরক্ষা নিয়ে সরব ফিরহাদ

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version