Wednesday, August 20, 2025

মুম্বইয়ে তৃণমূলের পাওয়ার বৈঠক, আজই সেবির দফতরে সাকেত- সাগরিকা- কল্যাণরা

Date:

শেয়ার কেলেঙ্কারি (Share Market Scam)নিয়ে সেবির দফতরে যাওয়ার আগে মুম্বইয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) বাসভবনে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল (TMC MP delegation)। মঙ্গলের সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) , সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) এবং সাকেত গোখলেদের (Saket Gokhale) সঙ্গে বৈঠক করেন পাওয়ার। উপস্থিত ছিলেন সুপ্রিয়া সুলে (এমপি, এনসিপি এসসিপি), অরবিন্দ সাওয়ান্ত (এমপি, শিবসেনা ইউবিটি) এবং বিদ্যা চ্যাভন (প্রাক্তন এমএলসি, এনসিপি এসসিপি)। সূত্রের খবর আজই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সেবির (SEBI) দফতরে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। তার আগে এই বৈঠক জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

লোকসভা নির্বাচনের ফলাফলের দিন শেয়ার বাজারের ধস ঘিরে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। গোটা বিষয়টি নরেন্দ্র মোদি এবং অমিত শাহদের পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করে তদন্তের দাবি জানিয়েছেন সাকেত। সেবিকে চিঠি দিয়ে এই বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তিনি। শেয়ার বাজারে বিনিয়োগের নামে ‘মেগা স্ক্যাম’ হয়েছে বলে অভিযোগ করে চিঠি পাঠান ডেরেক ও ব্রায়েনও। এরপর আজ মঙ্গলবার সেবির দফতরে যাওয়ার অনুমতি পেয়েছে তৃণমূল। তার আগে পাওয়ারের বাসভবনে বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।শরদ তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘তৃণমূলের সাংসদেরা এসেছিলেন। বুথফেরত সমীক্ষার পর্বে শেয়ার বাজারকে যে ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল তা নিয়ে তদন্তের জন্য সেবির কাছে দাবি জানানো হবে। তৃণমূল যে দাবি তুলেছে তার সঙ্গে আমি একমত।’ তৃণমূল সূত্রের খবর, ওই বৈঠকের বিষয়ে তিন সাংসদ দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন।

 

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...
Exit mobile version