Wednesday, December 17, 2025

মুম্বইয়ে তৃণমূলের পাওয়ার বৈঠক, আজই সেবির দফতরে সাকেত- সাগরিকা- কল্যাণরা

Date:

শেয়ার কেলেঙ্কারি (Share Market Scam)নিয়ে সেবির দফতরে যাওয়ার আগে মুম্বইয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) বাসভবনে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল (TMC MP delegation)। মঙ্গলের সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) , সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) এবং সাকেত গোখলেদের (Saket Gokhale) সঙ্গে বৈঠক করেন পাওয়ার। উপস্থিত ছিলেন সুপ্রিয়া সুলে (এমপি, এনসিপি এসসিপি), অরবিন্দ সাওয়ান্ত (এমপি, শিবসেনা ইউবিটি) এবং বিদ্যা চ্যাভন (প্রাক্তন এমএলসি, এনসিপি এসসিপি)। সূত্রের খবর আজই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সেবির (SEBI) দফতরে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। তার আগে এই বৈঠক জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

লোকসভা নির্বাচনের ফলাফলের দিন শেয়ার বাজারের ধস ঘিরে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। গোটা বিষয়টি নরেন্দ্র মোদি এবং অমিত শাহদের পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করে তদন্তের দাবি জানিয়েছেন সাকেত। সেবিকে চিঠি দিয়ে এই বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তিনি। শেয়ার বাজারে বিনিয়োগের নামে ‘মেগা স্ক্যাম’ হয়েছে বলে অভিযোগ করে চিঠি পাঠান ডেরেক ও ব্রায়েনও। এরপর আজ মঙ্গলবার সেবির দফতরে যাওয়ার অনুমতি পেয়েছে তৃণমূল। তার আগে পাওয়ারের বাসভবনে বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।শরদ তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘তৃণমূলের সাংসদেরা এসেছিলেন। বুথফেরত সমীক্ষার পর্বে শেয়ার বাজারকে যে ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল তা নিয়ে তদন্তের জন্য সেবির কাছে দাবি জানানো হবে। তৃণমূল যে দাবি তুলেছে তার সঙ্গে আমি একমত।’ তৃণমূল সূত্রের খবর, ওই বৈঠকের বিষয়ে তিন সাংসদ দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version