Thursday, August 21, 2025

বাংলা থেকে নিয়ম ভেঙে গ্রেফতার! দুর্গাপুরে যোগী-পুলিশের ‘দাদাগিরি’

Date:

বাংলা থেকে কোনও তথ্য ছাড়াই রীতিমত গাজোয়ারি করে এক সরকারি কর্মীকে গ্রেফতারের চেষ্টা করে উত্তর প্রদেশ পুলিশ। ঘটনায় শেষ পর্যন্ত বাংলার পুলিশের তৎপরতায় রোখা সম্ভব হয় ‘বেআইনি’ গ্রেফতারি। উত্তর প্রদেশে লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা হারানোর পরেও ক্ষমতা প্রয়োগ বন্ধ হয়নি যোগীরাজ্যের পুলিশের। কোনও রকমের আইন কানুনের তোয়াক্কা না করেই এখনও তাঁরা মঙ্গলবার দুর্গাপুরে যে বলপ্রয়োগের রাজনীতি দেখালো তা এককথায় নজিরবিহীন।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বেরিয়েছিলেন দুর্গাপুর সিটি সেন্টারের পোস্ট অফিসের কর্মী মাখনলাল মিনা। পথে কিছু লোক তাঁকে বাইক থেকে নামিয়ে মারধর করে একটি গাড়িতে তুলে চম্পট দেয়। স্থানীয় মানুষ সেটা দেখতে পেয়ে তাঁর বাড়ির লোককে খবর দিলে তাঁরা দুর্গাপুর থানার দ্বারস্থ হন। এরপরই দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সমস্ত নাকা চেকিং পয়েন্টে খবর দেওয়া হয়।

ঝাড়খন্ড ঢোকার সময় বাংলার পুলিশের কন্যাপুর ফাঁড়ির নাকা চেকিংয়ে আটকায় গাড়িটিকে। এরপর দুর্গাপুর থানার পুলিশ কন্যাপুরে পৌঁছে গোটা বিষয়টি জানতে পারে। উত্তর প্রদেশ পুলিশের দাবি মাখনলাল একটি প্রতারণার ঘটনায় অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করতে তাঁরা দুর্গাপুরে এসেছিলেন। আদতে রাজস্থানের বাসিন্দা মাখনলাল কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন। কিন্তু ভিন রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কোনও আসামীকে গ্রেফতার করার জন্য যে আইনি পথ মেনে চলার কথা তার ধারে কাছ দিয়েও যায়নি উত্তর প্রদেশ পুলিশ।

দুর্গাপুর পুলিশের দাবি গ্রেফতারির আইন মানা হয়নি। গ্রেফতারির পদ্ধতিতে ভুল রয়েছে। ভিন রাজ্যে গিয়ে কাউকে গ্রেফতার গেলে সংশ্লিষ্ট থানাকে জানাতে হয়। সেই সঙ্গে গ্রেফতারির পর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত নিয়ে যাওয়া যায়। কিন্তু বাংলার পুলিশের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা, রীতিমত অপহরণের ভঙ্গিতে অভিযুক্তকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে যোগী রাজ্যের পুলিশ। দুর্গাপুর পুলিশ খতিয়ে দেখছে মাখনলালের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কিনা।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version