Wednesday, August 27, 2025

অযোধ্যার রাম মন্দিরে আচমকা গুলি! মৃত নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান

Date:

বহু চর্চিত অযোধ্যার রাম মন্দিরে আচমকা গুলি! ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, সার্ভিস রাইফেল পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জওয়ানের মৃত্যু। আজ, বুধবার কাকভোরে ঘটনাটি ঘটেছে অযোধ্যার রামমন্দিরে। সেখানেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২৫ বছর বয়সী শত্রুঘ্ন বিশ্বকর্মা নামের এক এসএসএফ জওয়ান। এদিন ভোর ভোর ৫টা ২৫ মিনিট নাগাদ রামমন্দির চত্বরে আচমকাই গুলি চলার শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষীরা। দৌড়ে গিয়ে তাঁরা দেখেন শত্রুঘ্ন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

কিন্তু, কী ভাবে তাঁর গুলি লাগল তা এখনও তা পুরোপুরি স্পষ্ট নয়। কোনওভাবে তাঁর নিজের বন্দুক থেকেই ভুলবশত গুলি চলে গিয়েছে কি না তাও এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার জল্পনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। নিরাপত্তারক্ষীদের অনুমান, রাম মন্দিরে কর্তব্যরত ওই জওয়ান নিজের সার্ভিস রাইফেল পরিষ্কার করছিলেন। সে সময় ভুলবশত এই গুলি চলে গিয়ে থাকতে পারে। যদিও এই নিয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।

তবে রাম মন্দিরে এই ঘটনা প্রথমবার নয়। গত মার্চে একইরকমভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন এক জওয়ান। গুরুতর আহত হয়েছিলেন এক PAC জওয়ান। তাঁকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অনুমান করা হয়, তিনি নিজের সার্ভিস রাইফেল AK-47 পরিষ্কার করার সময় আচমকাই গুলি বেরিয়ে তাঁর বুকে লাগে। তবে তাঁকে টার্গেট করে গুলি চালানো হয়েছে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েই গিয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে অযোধ্যা পুলিশ।

 

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version