বন্ধ অ্যাক্রোপলিস: মন খারাপ কসবার, দ্রুত ছন্দে ফিরতে চাইছে মল কর্তৃপক্ষ

অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। কসবা (Kasba) এলাকার একটি মাইলফলক। কিন্তু সম্প্রতি বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ মল। আর তাতেই মন খারাপ এলাকার। সবাই চাইছে সবদিক খতিয়ে দেখে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে দ্রুত চালু হোক অ্যাক্রোপলিস- চাইছেন মল-কালচারপ্রেমীরা।২০১৫ রাসবিহারী ও কসবার সংযোগকারী রাস্তায় রয়েছে অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। আর তার আশপাশে মল ঘিরে তৈরি হয়েছে বেশ কিছু রেস্তোরাঁ, ফুডস্টল। স্থানীয় স্কুল-কলেজের পড়ুয়া ভিড় জমায় সুযোগ পেলেই। কিন্তু গত শুক্রবার দুপুরে আচমকা মলের তিনতলায় আগুন লাগে। মলের ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখা যায়। সেইসময় শপিং মলে ভিতরে ছিলেন বহু মানুষ। তবে, সবাইকেই সুরক্ষিত অবস্থায় বের করে আনে দমকল। হতহাতের ঘটনা না ঘটলেও সুরক্ষার কথা ভেবে আপাতত বন্ধ অ্যাক্রোপলিস। তদন্ত করে মলের পরিস্থিতি খতিয়ে দেখবে দমকল। তাদের তরফ থেকে অনুমতি মিললে মেরামতির কাজ শুরু হবে। সেটা দেখার পরেই ফের মল খোলার অনুমতি দেবে দমকল।

তবে, এই সময় মল বন্ধ থাকার ফলে মন খারাপ স্থানীয়দের। বেশ কিছু অফিসও রয়েছে মলে। সেগুলিও সাময়িক বন্ধ। ফলে আনাগোনা কমেছে এলাকায়। এখন সবাই চাইছে দ্রুত মেরামতি হয়ে চালু হোক অ্যাক্রোপলিস। এই বিষয়ে সবপক্ষের সহযোগিতার আবেদন মল কর্তৃপক্ষের।





Previous articleতাপমাত্রা ৫২ ডিগ্রি! মক্কায় লাফিয়ে বাড়ছে হজযাত্রীদের মৃতের সংখ্যা, উদ্বিগ্ন সৌদি প্রশাসন
Next articleউইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে অঙ্কিতার ঝোড়ো ব্যাটিংয়ে জয় পেল শ্রাচি রাঢ় টাইগার্স