শাহবাজ আহমেদের মাত্র ৫১ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংসটি বৃথা গেছে। কারণ, মঙ্গলবার ইডেন গার্ডেনে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের কাছে ৮ উইকেটে হারল শ্রাচি রাঢ় টাইগার্স। মাত্র ৫ ওভারের মধ্যে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন ব্যাকফুটে, তখন ব্যাট করতে আসেন শাহবাজ। তিনি লড়াই করলেও তার সঙ্গীরা মাত্র ৭২ রানে গুটিয়ে যায়। শাহবাজের লড়াইয়ের ফলে ২০ ওভারে ১৪৮/৭ লক্ষ্যমাত্রা রাখে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের সামনে। তার ইনিংসে শাহবাজ মারেন ৮টি বাউন্ডারি ও ৫টি বিশাল ছক্কা।

মেদিনীপুর উইজার্ডসের হয়ে, অনুভব ত্যাগী ৩৫ রানে ৩ উইকেট নেন। রান তাড়া করতে নেমে মেদিনীপুর উইজার্ডস তাদের ইনিংসের দ্বিতীয় বলে ঋদ্ধিমান সাহা (০) আউট হওয়ার সাথে সাথে প্রাথমিক ধাক্কা খায়। প্রিয়াংশু শ্রীবাস্তবের ৫৬ বলে অপরাজিত ৭৫ এবং সুদীপ চ্যাটার্জির ২৬ বলে ৫০ অপরাজিতর হাত ধরে মেদিনীপুর উইজার্ডস লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৭ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪৯ রান করে।

