সাতসকালে সল্টলেকের (Saltlake) নয়াপট্টিতে অগ্নিকান্ড! আগুনের তীব্রতায় ভস্মীভূত হয়ে গেল একটি মুদিখানার দোকান। স্বাভাবিকভাবেই বুধবার সকালে ফের শহরে অগ্নিকান্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৩ ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

শহরে ফের নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের মতে, মুদিখানার দোকানে আইসক্রিমের ফ্রিজে শর্ট সার্কিট থেকে এমন বিপত্তি। এদিকে বুধবার সাতসকালে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন এসে পরিস্থিতি আয়ত্তে আনে। তবে সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
