Tuesday, November 18, 2025

মোদি-শাহর শেয়ার কেলেঙ্কারি! পূর্ণাঙ্গ তদন্তের দাবি তৃণমূলের

Date:

এক্সিট পোল এবং সেটা দেখে হঠাৎ করে শেয়ার বাজারে পারদের উত্থান- নামে মোদি-শাহ তথা বিজেপির শেয়ার কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত দাবি করল তৃণমূল। বুধবার দিল্লিতে সংবাদিক বৈঠকে করে এই দাবি তোলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার দুই সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) এবং সাকেত গোখলে (Saket Gokhle)। তাঁরা জানান, তদন্তে যদি প্রমাণিত হয় যে এই কেলেঙ্কারিতে লাভবান হয়েছেন বড় অঙ্কের বিনিয়োগকারীরা, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট বিনিয়োগকারীরা, তাহলে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করবে তৃণমূল।

এই ভয়াবহ শেয়ার কেলেঙ্কারিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুই সাংসদ জানান, দলের পক্ষ থেকে বিষয়টিকে সংসদে এবং সুপ্রিম কোর্টে (Supreme Court) নিয়ে যাওয়া হবে। তাঁদের অভিযোগ, মঙ্গলবার মুম্বইতে (Mumbai) সেবির (SEBI) কর্তাদের সঙ্গে দেখা করে এব্যাপারে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও সেবির পক্ষ থেকে লিখিত কোনও উত্তর বা আশ্বাস দেওয়া হয়নি। শুধুমাত্র মৌখিকভাবে বলা হয়েছে, বিষয়টি দেখব।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে-সহ বিরোধীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেবিকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে এক্সিট পোল এবং শেয়ার কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তৃণমূলের ৩ সাংসদের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন উদ্ধব ঠাকরের শিবসেনার সাংসদ অরবিন্দ সাবন্ত, শরদ পাওয়ারের এনসিপির নেত্রী বিদ্যা চহ্বান। সেবির দফতরের সামনেই বুথ ফেরত সমীক্ষা ও শেয়ারবাজারের অস্থিরতা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শ্লোগান দেন তাঁরা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আমরা সেবির চেয়ারপার্সনের দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি ছিলেন না। সেবির ৩ কর্তা তদন্তের দাবি শুনে মিষ্টি হাসি দিয়ে ছেড়ে দিয়েছেন। কল্যাণের মন্তব্য, আমরা জানি সেবির এখানে কিছু করার নেই। কারণ তাঁরা মোদি-শাহর বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না। কিন্তু তৃণমূল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তারা শেষ দেখে ছাড়বে। কারণ তৃণমূল প্রথমেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, ভুয়ো বুথ ফেরত সমীক্ষা দেখিয়ে শেয়ার বাজার তুঙ্গে তুলে দিয়ে অনেকেই বড় অঙ্কের লাভ করেছে। এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডুর আত্মীয়রাও যথেষ্ট লাভবান হয়েছেন। সব মিলিয়ে সেবিকে চূড়ান্ত চাপে ফেলে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- দিল্লিতে ও নয়ডায় তীব্র তাপপ্রবাহে ৭২ ঘণ্টায় মৃত ১৫

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version