Thursday, December 18, 2025

নেট বেনিয়মের তদন্তে CBI,মোদি আমলের শিক্ষা কেলেঙ্কারি জাতীয় কলঙ্ক! তোপ রাহুলের

Date:

Share post:

নিটের (NEET)পর এবার নেট (NET)কেলেঙ্কারিতে কাঠগড়ায় নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government)। গবেষণার প্রবেশদ্বারে যাওয়ার আগেই প্রশ্নপত্র বেনিয়মের অভিযোগ ঘিরে দেশ জুড়ে বাড়ছে বিক্ষোভ। বুধবার রাতে ইউজিসি-নেট (UGC-NET) বাতিল ঘোষণা করা হয়েছে। এই আবহেই প্রশ্ন উঠছে পরীক্ষার এক দিন পরেই কেন তড়িঘড়ি বাতিল করে দিতে হল পরীক্ষা? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাফাই প্রশ্নপত্রে ফাঁসের অভিযোগ উঠতেই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল (Govind Jaisawal) জানিয়েছেন, গত ১৮ জুন এনটিএ (NTA) যে ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল, তাতে প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। শিক্ষা মন্ত্রকের মনে হয়েছে, এই পরীক্ষায় অনিয়মের সম্ভাবনা রয়েছে। তাই মন্ত্রক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সিবিআইয়ের (CBI)কাছে পাঠানো হয়েছে।’ এরপরই বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা।

কলকাতার কলেজ স্ট্রিটে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে বিক্ষোভ পড়ুয়াদের। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়ে এসএফআই (SFI)নেত্রী ঐশী ঘোষ বলেন, গত চার বছর ধরে NDA সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে যে স্ক্যাম হয়ে চলেছে তারপরেও কেন ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে (National Testing Agency)সরানো হচ্ছে না? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর (Union Minister of Education) পদত্যাগের দাবিও তোলেন তাঁরা। একই সঙ্গে NETও NEET নিয়ে একযোগে মোদি সরকারে নিশানা করে সোমবার বিষয়টি সংসদে উত্থাপন করা হবে বলে জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। দেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার। মোদি আমলের শিক্ষা কেলেঙ্কারি জাতীয় কলঙ্ক বলেও তোপ দাগেন রাহুল। কটাক্ষ করে বলেন, মোদি দাবি করেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিচ্ছেন অথচ প্রশ্ন ফাঁস আটকাতে পারছেন না?

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য গত ১৮ জুন নেট পরীক্ষা নেওয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (১৪সি)-এর জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে আসে। তার পরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা NTA। নিট থেকে নেট সর্বত্রই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কার্যকলাপ প্রশ্নের মুখে। পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট করে কোনও তারিখ তিনি জানাননি। তাহলে কি যতদিন না তদন্ত শেষ হবে ঝুলে থাকবে হবু গবেষক, অধ্যাপকদের ভবিষ্যৎ?

নিট-ইউজি ২০২৪ এবং ইউজিসি-নেট পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে এদিন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন দুর্নীতির এপিসেন্টার হয়ে গেছে উত্তরপ্রদেশ আর ল্যাবরেটরি হয়েছে মধ্যপ্রদেশ- গুজরাট। আমলা থেকে গোয়েন্দা সর্বত্র নিজেদের লোক ঢুকিয়ে আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি বলে সুর চড়ান রাহুল। গেরুয়া সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। কার্যত রণং দেহি মেজাজে এদিন রাহুল এক হাত নেন RSS-কেও। রায়বরেলির সাংসদ বলেন বিরোধীরা মোদির ভিত নাড়িয়ে দিয়েছে। দেশের মানুষের মধ্যে এজেন্সিকে কাজে লাগিয়ে যে ভয়ের বাতাবরণ তৈরি করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী তা আজ আর কাজ করে না। বারাণসীতে মোদিকে চপ্পল ছুড়ে মারার প্রসঙ্গ তুলে তিনি বলেন ৫৬ ইঞ্চি এখন ৩২ ইঞ্চি হয়ে গেছে। এই সরকার আপাদমস্তক দুর্নীতিতে জড়িত। দেশের লক্ষ লক্ষ পড়ুয়াদের জীবন নিয়ে ছেলে খেলা চলছে। যারা নিট প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত তাঁদের কঠোর শাস্তির দাবি করেন রাহুল।

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...