সরকারি দফতর, স্কুলে বন্ধ করতে হবে বিদ্যুতের অপচয়। বৃহস্পতিবার, নবান্নে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘ লোকসভা নির্বাচন পর্বে সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। এবার সরকারি অর্থ, পরিকাঠামো এবং রসদের অপচয় রুখে পরিষেবা উন্নয়নের নির্দেশ দিলেন তিনি। কারণ, এতে কোষাগার থেকে বিপুল অর্থও ব্যয় হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় শীর্ষ কর্তাদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি সরকারি জমি দখলকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, সরকারি জমি দখল কোনওভাবেই মানা হবে না। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সরকারি জমি নিয়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট (Report) তলব করেছেন মুখ্যসচিব। আগামী সোমবারের মধ্যে সেই রিপোর্ট হাতে চান বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)।
বিভিন্ন পুরসভা ও উন্নয়ন পর্ষদের মাধ্যমে নাগরিক পরিষেবায় আরো গতি আনতেও নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। পানীয় জল, নিকাশির মানোন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়ার তিনি নির্দেশ দেন। বিভিন্ন পুরসভা ও পুরনিগমে অধীনে থাকা নাগরিকরা রাস্তা, পানীয় জল, নিকাশী সংক্রান্ত বিষয়ে ঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সব পুরনিগমের মেয়র ও পুরসভার চেয়ারম্যানদের নিয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করবেন বলে জানিয়েছেন। এদিনের বৈঠকে কয়েকজন আমলার কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।