Saturday, August 23, 2025

বাংলায় তৃণমূলের বিকল্প নেই! মনোনয়ন পেশ করে বললেন মুকুটমণি

Date:

আগামী ১০ জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজ, বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। এদিন তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে রানাঘাট মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন মুকুটমনি।

মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুকুটমনি। তৃণমূল প্রার্থী বলেন, বাংলা সহ গোটা দেশজুড়ে বিজেপি ধরাশায়ী হতে চলেছে। লোকসভা ভোটের ফলাফল সেই ইঙ্গিত দিয়েছে। রানাঘাট দক্ষিণের মানুষও উপনির্বাচনে তৃণমূলকে সমর্থন করবে। মুকুটমনির আরও দাবি, রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে ১০ কোটি মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। বাংলায় তৃণমূল কংগ্রেসই শেষ কথা।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে এই রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমনি অধিকারী। এবার লোকসভা ভোটের ঠিক আগে তিনি ফুল বদলে তৃণমূলে নাম লেখান। লোকসভায় রানাঘাট থেকে তাঁকে প্রার্থীও করেছিল তৃণমূল। যদিও তিনি পরাজিত হন। আর তৃণমূলের টিকিটে লোকসভায় লড়ার আগে নিয়ম মেনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুটমনি। ফলে রানাঘাট দক্ষিণ কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে যায়। এবার মুকুটমনি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী।

উপনির্বাচনে মুকুটমনির নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আর সময় নষ্ট করেননি। প্রথমেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শুরু করেন বৈঠক। এরপর কিভাবে রাজনীতির ময়দানে রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে বিশেষ আলোচনা করে নেন। তারপর থেকেই দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচার শুরু করে দেন।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version