প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন

এদিন জনসনের মৃত্যুর কথা জানান ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে।

প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর। জনসনের মৃত্যুর কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। জানা যাচ্ছে, পাঁচ তলার বারান্দা থেকে পড়ে যান জনসন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ডেভিড জনসনের মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটমহলে। শোক প্রকাশ করেছেন বোর্ড সচিব জয় শাহ।

এদিন জনসনের মৃত্যুর কথা জানান ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ আমার সতীর্থ ডেভিড জনসনের মৃত্যুতে শোকাহত। ওর পরিবারকে সমবেদনা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেলে বেনি।“ দেশের হয়ে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন জনসন। কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন জনসন । সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন জনসন। তিনি আত্মহত্যা করতে পারেন বলে মনে করছেন অনেকে। জনসনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

১৯৯৬ সালে ভারতের হয়ে মাত্র দু’টি টেস্ট খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। দুটি টেস্ট ম্যাচে ৩টি উইকেট নেন জনসন। জনসন প্রথমশ্রেনীর ম্যাচ খেলেছেন ৩৯টি। ১২৫টি উইকেট নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। আট বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ৩৩টি ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন জনসন।

জনসনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন বোর্ড সচিব জয় শাহ। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন , “ দেশের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের প্রয়াণে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। দেশের ক্রিকেটের প্রতি তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।“

আরও পড়ুন- আজ ইউরোর দ্বিতীয় ম্যাচে নামছে ইংল্যান্ড, প্রতিপক্ষ ডেনমার্ক