Monday, August 25, 2025

তীব্র গরমে ‘মৃত্যুপুরী’ দিল্লি! হিটস্ট্রোকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে হাওয়া অফিস

Date:

তীব্র দাবদাহের জের! আর তার জেরেই দিল্লি (Delhi)-সহ দেশের একাধিক প্রান্তে বেড়েই চলেছে মৃত্যু মিছিল। সূত্রের খবর গত ৪৮ ঘণ্টায় দিল্লিতে তীব্র গরমে অসুস্থ হয়ে ৩১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে ১৪ জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফলে মাত্র ৭২ ঘণ্টায় গরমে দিল্লিতে (Delhi) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪!

রাজধানীতে লাগাতার তাপপ্রবাহ চলছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপরে রয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। এমন পরিস্থিতিতে মঙ্গলবার তথ্য মিলেছিল, দু’দিনে ৫ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। বৃহস্পতিবার, সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪-এ। পাশাপাশি বর্তমানে অনেকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি। তাঁরা সকলেই লাইফ সাপোর্টে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, গত দু’দিনে যে ৩১০ জন রোগী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ১৪ জন মারা গিয়ে মৃতের সংখ্যা হয়েছে ৩৪। এই ৩৪ জনের মধ্যে আবার ২৭ জনকে আনাই হয়েছিল মৃত অবস্থায় অর্থাৎ হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে তাঁদের।

এই পরিস্থিতিতে চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরম এবং চরম তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা আগের তুলনায় ৬০-৭০ শতাংশ বেড়েছে! পাশাপাশি রোগীদের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হওয়ার প্রবণতাও বাড়ছে। অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সাধারণ মানুষের জন্য গাইডলাইন প্রকাশ করে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বেশি করে জল খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি রাজধানী দিল্লিতে। এই চরম পরিস্থিতির মধ্যে আবার সেখানে জলসঙ্কট দেখা দিয়েছে। দিল্লির একাধিক হাসপাতাল সূত্রে খবর, হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত দু’দিনে যাঁদের মৃত্যু হয়েছে প্রত্যেকেই এই রোগে আক্রান্ত হয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে উত্তরাখণ্ড, হিমাচলেও বাড়ছে গরম। মুসৌরি, দেরাদুন, নৈনিতালের মতো পার্বত্য এলাকাতেও তাপমাত্রা ৪৩ ডিগ্রি পেরিয়েছে। পাশাপাশি জম্মুর তাপমাত্রাও ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, এখনই দিল্লির মানুষের জন্য কোনও স্বস্তির খবর নেই। অন্তত আরও ২৪ ঘণ্টা একই রকমভাবে তাপপ্রবাহ চলার আভাস দেওয়া হয়েছে।


Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version