হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্পেশাল ইনভেসটিগেশন টিম (SIT) তৈরি করেছে বন দফতর। দায়ের হয়েছে FIR। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিক তদন্ত অনুমান। তবে, পূর্ণাঙ্গ তদন্ত করে দেখতে চাইছে বন দফতর (Forest Department)।
জঙ্গল বন্ধ থাকার জেরে হলং বনবাংলোতে কেউ ছিলেন না বলে খবর। সেই পর্যটকশূন্য বাংলোতে কীভাবে আগুন লাগল- তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ও বন দফতর (Forest Department) আলাদা করে তদন্ত করছে।
হলং বন বাংলো ফের সাজিয়ে তোলা হবে, না কি সেখানে অন্যকিছু হবে – সেই বিষয় নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে সূত্রের খবর।