পুলিশ সুপারকে তলব! বিচারকের এক্তিয়ার বহির্ভূত কাজে সতর্ক করল হাই কোর্ট

নিজের চেম্বারে এভাবে পুলিশ সুপারকে তলব বিচারকের এক্তিয়ার বহির্ভূত। চাঁচল আদালতের বিচারকের নির্দেশ খারিজ করে জানালেন কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ (Shubhra Ghosh)। মালদহের (Maldah) চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক বার বার নিজের চেম্বারে তলব করছেন। এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তার প্রেক্ষিতেই এই নির্দেশ।অভিযোগ, একটি জামিন সংক্রান্ত মামলায় পুলিশের কাজে অসন্তুষ্ট হন চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক। জেলার পুলিশ সুপারকে তলব করেন তিনি। ১৪ মে, ২০ মে ও ৪ জুন ওই বিচারক তিনটি নির্দেশে মালদহ জেলার পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছিলেন বিচারক। কিন্তু হাজিরা না দিয়ে নিম্ন আদালতের সেই বিচারকের বিরুদ্ধেই হাই কোর্টের আবেদন করেন প্রদীপকুমার যাদব। তাঁর অভিযোগ, এক্তিয়ার-বহির্ভূত ভাবে তলব করছেন বিচারক। হাই কোর্টের পর্যবেক্ষণ- পুলিশ সুপারকে যেভাবে ডেকে পাঠিয়ে ছিলেন বিচারক, সেটা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। চাঁচল আদালতের বিচারকের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি ঘোষ (Shubhra Ghosh)। জেলা বিচারক নিয়ে প্রত্যেক জেলায় একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে। সেখানে পুলিশ সুপার-সহ জেলা প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন। ওই কমিটি বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করে। বিচারপতির মতে, অতিরিক্ত বিচারকের কোনও বক্তব্য থাকলে সেখানে জানাতে পারতেন। এ ভাবে পুলিশ সুপারকে তলব তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। একই সঙ্গে বিচারপতি ঘোষের মন্তব্য, “আদালত আশা করছে, ভবিষ্যতে নিম্ন আদালতের ওই বিচারক তাঁর কাছে বিচারাধীন মামলার ক্ষেত্রে আইনের পথ মেনেই কাজ করবেন।“