নিজের চেম্বারে এভাবে পুলিশ সুপারকে তলব বিচারকের এক্তিয়ার বহির্ভূত। চাঁচল আদালতের বিচারকের নির্দেশ খারিজ করে জানালেন কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ (Shubhra Ghosh)। মালদহের (Maldah) চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক বার বার নিজের চেম্বারে তলব করছেন। এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তার প্রেক্ষিতেই এই নির্দেশ।