কেন্দ্রে নড়বড়ে মোদি সরকার। সংসদে শক্তিশালী বিরোধী জোট INDIA। সংসদের আসন্ন অধিবেশনে বিরোধীদের কক্ষ সমন্বয় কী হবে- সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার নবান্নে আসেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। প্রায় ৪০ মিনিট নবান্নে তাঁদের মধ্যে বৈঠক হয়। তবে, বৈঠক প্রসঙ্গে কোনও পক্ষের তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নবান্নে চিদম্বরম, সংসদে বিরোধীদের কক্ষ সমন্বয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা: সূত্রের খবর
Date:
Share post: