ফিফা র‍্যাঙ্কিং-এ অবনতি ভারতের, নামল তিন ধাপ

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হারের কারণে ফিফা র‍্যাঙ্কিং-এ প্রভাব পড়ল ভারতের।

ফিফা র‍্যাঙ্কিং-এ আরও তিন ধাপ নামলো ভারত। আজই প্রকাশিত হয়েছে ফিফা র‍্যাঙ্কিং। সেখানে দেখা যাচ্ছে ক্রমতালিকায় ভারতের র‍্যাঙ্কিং ১২৪। এশিয়ার দেশগুলির মধ্যে র‍্যাঙ্কিং-এ অবনতি হয়েছে ভারতের। ফিফা র‍্যাঙ্কিং-এ শির্ষে রয়েছে আর্জেন্তিনা। দ্বিতীয়স্থানে রয়েছে ফ্রান্স। তিনে বেলজিয়াম। চতুর্থ স্থানে ব্রাজিল।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হারের কারণে ফিফা র‍্যাঙ্কিং-এ প্রভাব পড়ল ভারতের। গত ডিসেম্বর থেকে ক্রমতালিকায় ক্রমশ পিছিয়ে পরছে ভারত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে কুয়েতের সঙ্গে ড্র এবং অ্যাওয়ে ম্যাচে কাতারের কাছে হারের জন্যই ভারতীয় দলকে আরও পিছিয়ে যেতে হয়েছে। এশিয়ার দেশগুলির মধ্যে ভারত এখন রয়েছে ২২ নম্বরে। যদিও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হারের পরই বরখাস্ত করা হয় ইগর স্টিম্যাচকে। ২০১৯ সালে ভারতীয় দলের দায়িত্ব নেন স্টিম্যাচ। পাঁচ বছরে ইগরের কোচিংয়ে চারটি খেতাব জেতে ভারত। স্টিম্যাচের কোচিংয়ে গত বছরের জুলাইয়ে ভারত প্রথম একশোয় ঢুকে পড়েছিল ভারতীয়। কিন্তু তারপর থেকে ভারতীয় ফুটবল ক্রমশ পিছোতেই থাকে। শেষ ১২টি ম্যাচের মধ্যে ৯টিতেই হার মানে ভারত।

আরও পড়ুন- প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন