বিরতি ভেঙে বাংলা গানে ফিরলেন আশা ভোঁসলে!

‘কথা হয়েছিল’ বাংলা গানে গানে, সাফল্য ধরা দিয়েছিল দুহাত ভরে। সিনেমার গান হোক বা পুজোর অ্যালবাম – বাঙালির অন্দরমহল থেকে পাড়ার প্যান্ডেল সর্বত্র যাঁর গান শুনে বেড়ে উঠেছে একাধিক প্রজন্ম, সেই আশা ভোঁসলে (Asha Bhosle) বিরতি কাটিয়ে ফের ফিরলেন বাংলা গানে। এবারে আবার সঙ্গী হলেন সোনু নিগম (Sonu Nigam)!

দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে আশার জনপ্রিয়তা প্রশ্নাতীত। তিনি শুধু কিংবদন্তি শিল্পী নন তিনি এক নস্টালজিয়া। গত কয়েক দশক ধরে বাংলা হিন্দি সহ একাধিক ভাষায় গান গাইলেও বাঙালি মনে তিনি এক বিশেষ জায়গা নিয়ে আছেন। এখন তাঁর বয়স ৯০ বছর। কাজ করেন বেছে বেছে। দীর্ঘদিন পর বাংলা গানের রেকর্ডিং করে হ্যাট্রিক করলেন। মানে একসঙ্গে তিনটে গান রেকর্ড করলেন তিনি। অসাধ্যসাধন করলেন সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী। শোনা যাচ্ছে একটি বাংলা ছবির জন্য সোনু নিগমের সঙ্গে ২টি এবং সোলো একটি গান গেয়েছেন তিনি। লতা মঙ্গেশকরের সঙ্গে সোনু এর আগে কাজ করলেও আশা তাইয়ের সঙ্গে বাংলা গানে কণ্ঠ মিলিয়ে তিনি ভীষণ খুশি। শোনা যাচ্ছে চলতি বছরের শেষেই গান মুক্তি পেতে চলেছে।