Saturday, November 8, 2025

নজিরবিহীন! হজযাত্রায় প্রায় হাজার ছুঁতে চলেছে মৃত্যুসংখ্যা, নিখোঁজ বহু

Date:

তীব্র গরমে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছে আরবের (Saudi Arabia) প্রবিত্র ভূমি মক্কা (Makka)। ইতিমধ্যে সেখানকার তাপমাত্রা ৫২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। সেই ভয়ংকর গরমে হজযাত্রায় গিয়ে মৃত্যু হচ্ছে শয়ে শয়ে পুণ্যার্থীর। সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০-র উপর। মৃতদের মধ্যে রয়েছেন ৬৮ জন ভারতীয়ও রয়েছেন বলে খবর। তবে সৌদি আরব প্রশাসন সূত্রে খবর এখনও অনেকেরই খোঁজ মিলছে না।

বুধবারই আরব প্রশাসন সূত্রে জানা গিয়েছিল গরমের বলি প্রায় ৫৫০ জন। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার মৃতের সংখ্যা ৯০০ পেরিয়ে গেল। সেই তালিকায় রয়েছেন বহু ভারতীয়। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬৮ জন ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যাঁদের মধ্যে কয়েকজন স্বাভাবিক কারণে প্রাণ হারিয়েছেন। আবার কেউ কেউ আবহাওয়ার বলি হয়েছেন। কোনও কোনও মৃত্যু আবার বয়সজনিত কারণে হয়েছে।

তবে মৃতদের মধ্যে বেশিরভাগই মিশরের বাসিন্দা বলে খবর। কিন্তু এই তীব্র দহন জ্বালা কবে মিটবে তা এখনই নিশ্চিত করতে পারছে না সৌদির হাওয়া অফিস। সূত্রের খবর, হজে গিয়ে গরমের কারণে অসুস্থ হয়ে রাজস্থানের কমপক্ষে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পদপিষ্ট হয়েও মিশরের এক নাগরিকের মৃত্যু হয়। এছাড়াও জর্ডনের অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। উল্লেখ্য, গত বছর বিভিন্ন দেশের ২৪০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল মক্কায়। এবার সেটাই আরও ভয়াবহ আকার নিল। এবছর ১৮ লক্ষ মানুষ হজ যাত্রায় অংশ নিয়েছেন।


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version