বিষমদ খেয়ে তামিলনাড়ুতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! কড়া পদক্ষেপের আশ্বাস স্ট্যালিনের

বিষমদ খেয়ে তামিলনাড়ুতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ইতিমধ্যে সেই সংখ্যা ২৫ ছাড়িয়েছে বলে সূত্রের খবর। হাসপাতাল চিকিৎসাধীন কমপক্ষে ৬০। তামিলনাড়ুর (Tamilnadu) কল্লাকুড়িছি জেলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। এরপরই তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্ৰেফতার করেছে বলে খবর।

ঘটনায় ক্ষোভপ্রকাশ করে কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই ঘটনায় আমি স্তম্ভিত। কল্লাকুড়িছিতে বিষমদ খেয়ে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। যারা এই ঘটনার জন্য দায়ী তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যে আধিকারিকরা এই কাণ্ড রুখতে ব্যর্থ হয়েছেন তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। খুবই দুঃখজনক ঘটনা।’ এদিকে কল্লাকুড়িছি প্রশাসন সূত্রে খবর, বুধবার রাতে বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। পরে তাঁদের জেলা হাসপাতালে নিয়ে গেলে ২৫ জনের মৃত্যু হয়। এখনও হাসপাতালে কমপক্ষে অন্তত ৬০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে শুধু মুখ্যমন্ত্রী নন, বিষমদকাণ্ডে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কল্লাকুড়িছিতে বিষমদের জেরে মৃত্যুর ঘটনায় আমি উদ্বিগ্ন। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। যাঁদের চিকিৎসা চলছে আমি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি আরও জানান, প্রায়শই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের ঘটনার খবর মেলে। যা খুবই উদ্বেগের বিষয়।