সব জেলার SP-দের নিয়ে আজ ভবানী ভবনে বিশেষ বৈঠক ডিজির!

ওভার লোডিং সমস্যা, সরকারি জমি জবরদখল এবং ভোটের সময় উত্তরবঙ্গে টাকার ছড়াছড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে (WB Police)। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে(CM in Nabanna Meeting) এই নিয়ে কড়া বার্তা দেওয়ায় ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভবানী ভবনে জরুরী বৈঠক ডাকলেন রাজ্য পুলিশের ডিজি (DG, WB Police)।

সূত্রের খবর শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই বৈঠক শুরু হবে। সব জেলার এসপিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মিটিংয়ে থাকবেন এডিজি আইনশৃঙ্খলা সহ সব কমিশনারেটের সিপিরা। বৃহস্পতিবার বিধান নগর পুলিশ কমিশনারেটের কমিশনার সহ একাধিক জেলার পুলিশ সুপার বদল করেছে নবান্ন। একাধিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। এরপর আজ বৈঠকে ডিজি কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।