বন্দে ভারতের খাবারে আরশোলা, ফের পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল

কখনও ট্রেন দুর্ঘটনা (Train accident), কখনও লাইন সম্প্রসারণের কাজের জেরে সমস্যায় রেলযাত্রীরা। সিগন্যালিং সমস্যায় নিত্যদিন গাড়ি লেট। একে তো যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে, তার উপর আবার সেমি হাইস্পিড ট্রেনে জঘন্য পরিষেবা। ভারতীয় রেলের বর্তমান ছবিটা দেখে ছি ছি করছে সকলে। এর মধ্যেই আবার বন্দে ভারত এক্সপ্রেসের (Cockroach in Vande Bharat Express food) খাবারে মিলল আরশোলা। এত অব্যবস্থা! ভারতীয় রেলের (Indian Railways) গৌরব বাড়াচ্ছে বলে যে ট্রেনের উদ্ভোধন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi), এই তার আসল চেহারা। নেটিজেনরা রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই ঘটনায়। ব্যঙ্গ করে কেউ কেউ বলেছেন, আসলে ‘প্রাণীজ প্রোটিন’ বলে খাবারের সঙ্গে আরশোলা দেওয়া হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে অভিযোগের শেষ নেই। কিছুদিন আগেই দেখা যায় মোদি সরকারের গর্বের সেমি হাইস্পিড ট্রেনের ছাদ থেকে জল পড়ছে, এসি কামরায় ছাতা মাথায় যাত্রীরা। খাবারে আরশোলা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এই ঘটনার দেখা মিলেছে।বিদিত ভারসনে নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে জানান “গত à§§à§® জুন ভোপাল থেকে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) চেপে আগ্রা যাচ্ছিলেন আমার কাকু-কাকিমা। তাঁদের খাবারের মধ্যে একটি আরশোলা পাওয়া গিয়েছে।” সেই খাবারের ছবিও শেয়ার করে ভারতীয় রেলকে ট্যাগ করে তিনি এই ঘটনার বিরুদ্ধে রেলের কঠোর পদক্ষেপের দাবি করেন।

প্রশ্ন উঠতে শুরু করেছে, এই যদি পরিষেবার নমুনা হয়, তাহলে বন্দে ভারত নিয়ে গর্ব করা কি আদৌ শোভা পায় ভারতীয় রেলের!