Saturday, July 12, 2025

RJD-র দিকে ছোড়া তির ফিরল নিজেদের দিকেই! NEET নিশানায় নীতীশের JDU

Date:

Share post:

ক্রমশ জটিল চেহারা নিচ্ছে চিকিৎসক প্রবেশিকা পরীক্ষার দুর্নীতির তদন্ত। ঠিক কোন প্রভাবশালী যোগে দেশে এনডিএ জমানায় এই দুর্নীতির বীজ বপন করা হয়েছিল তা নিয়ে শুরু দড়ি টানাটানি। কেন্দ্রের বিজেপি সরকারের সব ষড়যন্ত্র ফাঁস হওয়া শুরু হতেই বিরোধীদের দিকে নজর ঘোরানোর চেষ্টা করেছিল এনডিএ জোট সদস্য জেডিএই। তবে পাল্টা আরজেডি ছবি প্রকাশ করে এই মামলায় জেডিইউ-এর যোগ প্রমাণ করে দেয়।

NEET দুর্নীতিতে হঠাৎই তলব করা হয় আরজেডি বিধায়ক তেজস্বী যাদবের আপ্ত সহায়ককে। দাবি করা হয়, অভিযুক্ত সিকন্দর প্রসাদের সঙ্গে যোগাযোগ ছিল তেজস্বীর আপ্ত সহায়ক প্রীতম কুমারের। পরীক্ষার আগের রাতে সিকন্দরের পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা তিনিই করেছিলেন। বিহারের উপমুখ্যমন্ত্রীর এই দাবির পরে আরজেডি দাবি করে তাঁদের কালিমালিপ্ত করার জন্য এই প্রচার চালানো হয়। সেই সঙ্গে এই দুর্নীতিতে যুক্ত বড় মাথাদের বাঁচানোর জন্য বিপক্ষের ঘাড়ে দোষ চাপানোর অভিযোগও করা হয়।

এরপরই আরজেডির পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয় যেখানে দেখা যায় বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি সংবর্ধনা নিচ্ছেন আরেক অভিযুক্ত অমিত আনন্দের থেকে। আরজেডির দাবি, এই ভিডিওটি সম্রাট চৌধুরি তড়িঘড়ি মুছে ফেলেন। কিন্তু তার আগেই সেই প্রমাণ রয়ে গিয়েছে আরজেডির কাছে। আর এই ছবি প্রকাশের পরেই তেজস্বী যাদব জোর দিয়ে দাবি করেন, প্রয়োজনে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারেন তাঁর আপ্তসহায়ককে। জেডিইউ-এর বড়া মাথারা যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাতে কোনও সন্দেহ নেই, এই ছবি দিয়ে প্রমাণ করতে মরিয়া আরজেডি।

spot_img

Related articles

কংগ্রেস নেতৃত্বের ইতিহাস: সিলেবাস বদলের দাবি রাজস্থানের শিক্ষামন্ত্রীর

ইতিহাসের বইতে কংগ্রেস নেতা, নেত্রীদের সময়ের কাহিনী, ছবি ভরা। কিন্তু নেই অটল বিহারী বাজপায়ি বা নরেন্দ্র মোদির কোনও...

নির্মাণ দুর্নীতি! মোদির গুজরাটে ৪২ কোটি টাকার সেতু ভাঙতে বরাত ৮ কোটির

সম্প্রতি ভেঙেছে সেতু। স্পষ্ট হয়ে গিয়েছে নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে রক্ষণাবেক্ষণের গাফিলতি। কিন্তু নির্মাণেও যে গত এক...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১২ জুলাই (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

“কেন তুমি বন্ধ করলে?” ভেঙে পড়া বিমানের ককপিটে ২ পাইলটের শেষ কথোপকথন

১২ জুন, ২০২৫। ভারতের বিমান ইতিহাসের কালো দিন। উড়ানের ৩০ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার...