Wednesday, November 5, 2025

পরীক্ষার দু’দিন আগে নেট প্রশ্নপত্র ফাঁস, ডার্ক ওয়েবে বিক্রি ৬ লক্ষ টাকায়: সিবিআই

Date:

রবিবার ইউজিসি- নেট প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। পরীক্ষার দু’দিন আগে এই প্রশ্ন ফাঁস হওয়ার পরেই তা ডার্ক ওয়েবে বিক্রি করা হয় ৬ লক্ষ টাকার বিনিময়ে। সিবিআই প্রাথমিক তদন্তের পর তেমনটাই জানিয়েছে । কিন্তু প্রশ্ন কোথা থেকে ফাঁস করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। আসলে ব্যাঙের ছাতার মতো নেটের প্রস্তুতির জন্য নানান জায়গায় কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। অভিযোগ, এই সংখ্যাটা দিল্লিতে সবচেয়ে বেশি। তাই এই ধরনের কোচিং সেন্টারগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রসঙ্গত, ১৮ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত ইউজিসি- নেট পরীক্ষায় নয় লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এর এক দিন পরেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। সন্দেহ করা হচ্ছিল, পরীক্ষার আগের দিন অর্থাৎ সোমবার নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল। তবে সিবিআই প্রাথমিক ভাবে তদন্ত চালানোর পর জানিয়েছে, সোমবার নয়, পরীক্ষার প্রশ্নপত্র আদতে ফাঁস করা হয়েছিল রবিবার এবং ডার্ক ওয়েবে ৬ লক্ষের টাকা বিনিময়ে বিক্রি করা হয়। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে নেট মামলায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে সিবিআই।

তবে এই পরীক্ষা যে আর হবেই না, এমনটা নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বলছে, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া তাদের লক্ষ্য। তাই আগামী কিছুদিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে কবে ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। পরীক্ষার্থীদের মধ্যে সামগ্রিক বিষয় নিয়ে হতাশা তৈরি হয়েছে। কবে পরীক্ষা ঘোষণা হবে সেই চিন্তায় অনেকেই ঠিকভাবে প্রস্তুতিও নিতে পারছেন না।

যদিও নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনিয়ম ঠেকাতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের আশ্বাস দিয়ে পরীক্ষা আয়োজনের পদ্ধতি বদলের কথাও জানিয়েছেন তিনি।

 

Related articles

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি...
Exit mobile version