জ্বালানি তেলেও জিএসটি! তৃতীয় মোদি সরকারের ‘নতুন’ পরিকল্পনা

কমিশনের সদস্যরা সেই পরিকল্পনা বাস্তবায়নে সম্মতি দিয়েছে। এখন রাজ্যগুলিকে দাম নির্ধারণ করতে হবে

জিএসটির আওতার বাইরে ছিল এতদিন জ্বালানি তেল। তৃতীয় মোদি সরকার এবার পেট্রোল ডিজেলে জিএসটি বসানোর পরিকল্পনা পাকা করার পথে। জিএসটি কমিশনের বৈঠক শেষে দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘাড়ে দোষ চাপিয়ে সাধারণ মানুষের করের বোঝা বাড়ানোর পথে কেন্দ্র।

লোকসভার প্রথম অধিবেশনেই বাজেট পেশের সম্ভাবনা। তার আগেই জিএসটি কমিশনের সঙ্গে বৈঠক সেরে ফেললেন অর্থমন্ত্রী। শনিবার বৈঠক শেষে নির্মলা সীতারমনের দাবি অরুন জেটলির আমলে জ্বালানি তেলের উপর জিএসটি বসানোর পরিকল্পনা হয়েছিল। কমিশনের সদস্যরা সেই পরিকল্পনা বাস্তবায়নে সম্মতি দিয়েছে। এখন রাজ্যগুলিকে দাম নির্ধারণ করতে হবে।

তৃতীয় মোদি সরকার ক্ষমতায় এসে আইপিসি সিআরপিসি তুলে ন্যায় সংহিতা লাগু করার স্বৈরাচারী মনোভাব নিতেই প্রতিবাদে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বারবার বাংলার জিএসটির টাকা আটকে রাজ্যের মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

জ্বালানি তেলে জিএসটি লাগু হলে একদিকে দ্রব্যমূল্য আবার বাড়ার দিকে যাবে বলে মত অর্থনীতি বিশেষজ্ঞদের। অন্যদিকে ফের কোনও জিনিসে জিএসটি লাগু হওয়ার অর্থ বাংলার প্রতি বঞ্চনার নতুন সুযোগ পেয়ে যাবে বিজেপি, মত রাজনীতিকদের।

Previous articleদলবদলে চমক লাল-হলুদের, এবার সই করালো জোথানপুইয়াকে
Next articleসরকারি দফতরে বিদ্যুতের অপব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ রাজ্যের