Wednesday, December 17, 2025

“ভট্টাচার্য” পদবি নিতেই বিপাকে কল্যাণ চৌবে! মানিকতলার বিজেপি প্রার্থীর বিরুদ্ধ বিস্ফোরক অভিযোগ

Date:

Share post:

ফুটবলার জীবন হোক কিংবা রাজনৈতিক, তিনি সকলের কাছে এতদিন পর্যন্ত কল্যাণ চৌবে হিসেবেই পরিচিত। কিন্তু সেই কল্যাণ চৌবে (Kalyan Chowbe) রাতারাতি ভট্টাচার্য পদবি ধারণ করেছেন! আসন্ন মানিকতলা উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণার পরে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে নিয়ে এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। এর আগেও প্রাক্তন ফুটবলার তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ ২০২১ সালের বিধানসভা মানিকতলা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। সেবার হারতে হয়েছিল তাঁকে।

একুশ সালে তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছিলেন, সেখানে তাঁর নাম কল্যাণ চৌবেই (Kalyan Chowbe) ছিল। ওই হলফনামা অনুযায়ী তাঁর বাবার নাম লক্ষ্মীনারায়ণ চৌবে। কিন্তু এবার উপনির্বাচনে বিজেপির তরফ যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে কল্যাণ নামের সঙ্গে চৌবে ভট্টাচার্য পদবি দেখে তৃণমূল প্রশ্ন তুলেছে মানিকতলার বিজেপি প্রার্থীর পদবিতে কি নতুন সংযোজন হয়েছে?

প্রার্থীর নাম ঘোষণা করার পরপরই তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া ছিল, “মানিকতলায় কল্যাণ চৌবে ভট্টাচার্য নামে একজন প্রার্থী হয়েছেন। আমরা তো এতদিন জানতাম কল্যাণ চৌবে, এখন তার সঙ্গে দেখলাম ভট্টাচার্য রয়েছে! মহিলাদের বিয়ে হলে অনেকে নতুন পদবি যোগ করেন। কল্যাণ কী করেছেন জানি না! ভোটার তালিকায় ওঁর নাম আর প্রেস রিলিজ়ের নাম একই কি না, তাও জানি না।”

সেভ বেঙ্গল বিজেপি নামক একটি গ্রুপেও কল্যাণ চৌবের নতুন পদবি ভট্টাচার্য হওয়ার পর বিস্ফোরক অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় তারা লিখছে, “চৌবে রাতারাতি ভট্টাচায্য? আর কতো নিচে নামবেন? আপনি বাঙালিদের খেলো ভাবলেন কি করে? AIFF সভাপতি হয়ে বিশ্বকাপ টিকেটের কালোবাজারি ও নিজের ভগ্নিপতি, ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে জেলখাটা আসামী শিবাজী পাঁজার মাধ্যেমে সব কন্ট্যাক্ট বিক্রী ছাড়া কি করেছেন?”

সেভ বেঙ্গল বিজেপির এই পোস্ট শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষ কল্যাণ চৌবের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন। কুণাল লিখছেন, “এসব তো মারাত্মক অভিযোগ। বিজেপির মধ্যে থেকেই উঠছে। এগুলির সত্যতা খতিয়ে দেখতে অবিলম্বে যথাযথ তদন্ত প্রয়োজন। বিজেপির কী হাল!!! এমন একজনকে মানিকতলায় প্রার্থী করেছে।”

এদিকে পদবি নিয়ে কল্যাণ চৌবের যুক্তি, “আমার পুরো নাম কল্যাণ চৌবে ভট্টাচার্য। আমার মায়ের পদবি ভট্টাচার্য। নারীশক্তিকে সম্মান জানিয়ে অনেকেই এখন তাঁদের পদবিতে মায়ের পদবিও যুক্ত করছেন। আমিও তাই করেছি।”

আরও পড়ুন: রানিগঞ্জের ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১

 

 

spot_img

Related articles

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...