Tuesday, August 12, 2025

প্রিয়াঙ্কার হয়ে ভোট প্রচারে মমতা? রাজনৈতিক মহলে জোর জল্পনা

Date:

Share post:

ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে প্রচারে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। দুজনের মধ্যে ৪০ মিনিটের বেশি সময় ধরে বৈঠক হয়। আর ওই বৈঠকের পরেই প্রিয়াঙ্কার হয়ে মমতার প্রচারে যাওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও কংগ্রেস কিংবা তৃণমূল, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কেউ কোনও মন্তব্য করেনি।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ওয়ানাড ও রায়বেরেলি দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী। রাহুল রায়বেরেলি কেন্দ্রের সাংসদ থেকে গিয়ে ওয়ানাড কেন্দ্রটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রাহুলের সিদ্ধান্তের পর ওয়ানাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা। রাজীব-সোনিয়া তনয়ার হয়ে নির্বাচনী প্রচার শুরু করার প্রস্তুতি নিতে শুরু করেছে কংগ্রেস। পাশাপাশি এই নির্বাচনী প্রচারে যাতে ইন্ডিয়া জোটের শরিকদের টানা যায়, সেই চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে, প্রিয়াঙ্কার হয়ে নির্বাচনী প্রচারে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও বিষয়টি এখনও জল্পনার স্তরে রয়েছে।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি। রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট না হলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বলেছিলেন, তৃণমূল ইন্ডিয়া জোটে আছেন। অর্থাৎ তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছিলেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূল জোট না করলেও সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে কংগ্রেসের সঙ্গে থাকতে তার কোনও বাধা নেই। এবং “ইন্ডিয়া” নামটি তাঁরই দেওয়া।

আরও পড়ুন: ১৮দিন পেরিয়েও শপথ নিতে পারছেন না সায়ন্তিকারা!স্পিকারের নিশানায় রাজ্যপাল

 

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...