Friday, November 28, 2025

এক্সিট পোলে ভোটের ফল নিয়ন্ত্রণ: সরাসরি সংস্থার বিরুদ্ধে সেবি তদন্ত দাবি তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা না পেয়েও সরকার গঠন করার পরে বিরোধী I.N.D.I.A. জোট বারবার দাবি করেছে এই সরকার স্থায়ী হবে না। এবার নির্বাচনের ফলাফল নিয়ে একের পর এক তথ্য তুলে দিয়ে সেবির তদন্ত দাবি করল তৃণমূল। সাংসদ সাকেত গোখলের (Saket Gokhale) দাবি বুথ ফেরৎ সমীক্ষা দিয়ে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র মত সংস্থাকে। এই সেবি (SEBI)-র কাছে তথ্য তুলে দিয়ে তদন্ত দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

সাংসদ সাকেতের দাবি, অ্যাক্সিস মাই ইন্ডিয়া (Axis MyIndia) একটি বুথ ফেরৎ সমীক্ষা (exit poll) সংস্থা। যাদের ফলাফলের উপর অনেক সংবাদ মাধ্যম নির্ভর করে। এই সংস্থার গত কয়েক বছরের আর্থিক তথ্য বলছে বিনিয়োগ কাজকর্মের মাধ্যমে এই সংস্থার বার্ষিক আর্থিক লগ্নি ৩ থেকে ৫ কোটি। যদি এই সংস্থা ৩ ও ৪ জুন শেয়ার মার্কেটে লগ্নি করে থাকে তবে ইনসাইডার ট্রেডিং (insider trading) (বেআইনি) হয়েছে এটা স্পষ্ট হয়ে যাবে। কারণ তাদের নিজেদের বুথ ফেরৎ সমীক্ষা (ভুল পথে চালিত করা), যা ৩১ মে থেকে ২ জুনের মধ্যে প্রকাশিত হয়েছিল, তাতে ৩ জুন মার্কেট এক লাফে অনেকটা বেড়ে গিয়েছিল।

অ্যাক্সিস মাই ইন্ডিয়া এই ধরনের কোনও ইনসাইডার ট্রেডিং (insider trading) করেছিল কিনা তা নির্ধারণ করার ক্ষমতা ও এক্তিয়ার একমাত্র সেবি-র রয়েছে। যদি এমন ধরনের ইনসাইডার ট্রেডিং-এর ঘটনা ঘটে থাকে তবে তা তদন্ত করার দাবি জানিয়েছে তৃণমূল।

এর আগে জোটের সদস্যদের নেতৃত্ব দিয়ে সেবির সদর দফতরে তদন্তের দাবি জানিয়ে এসেছে তৃণমূল। সুপ্রিম কোর্টও এই বুথ ফেরৎ সমীক্ষার তদন্তভার সেবির উপর দিয়েছে। কিন্তু আর্থিক তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও তদন্তে কোনও ধরনের অগ্রগতি দেখা যায়নি। তবে তৃণমূল লাগাতার আন্দোলন ও আইনি পথে তদন্তের দাবি জানানোর পাশাপাশি তথ্য প্রকাশ করে জনসাধারণের কাছে সঠিক তথ্য তুলে ধরার কাজ চালিয়ে যাচ্ছে, তা রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের তথ্য প্রকাশেই প্রমাণিত।

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...