গত ৪ জুন লোকসভা ভোটের ফলাফলের সঙ্গেই বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তবে ১৮ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও শপথবাক্য (Oath) পাঠ করানো যায়নি এই দুই কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে। ফলে নিজেদের বিধানসভা এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ শুরু করতে পারছেন না সায়ন্তিকা এবং রেয়াত।

এমন পরিস্থিতির জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দিকেই আঙুল তুলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জট কাটাতে ইতিমধ্যে রাজ্যপালকে পাঠানো চিঠিতে শপথ বাক্য (Oath) পাঠ সংক্রান্ত সাংবিধানিক প্রথার পাশাপাশি সুপ্রিম কোর্টের দু’টি রায়ের উল্লেখও করেছেন স্পিকার। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজভবন থেকে জবাবি কোনও চিঠি আসেনি।

এ প্রসঙ্গে তৃণমূলের এক সিনিয়র বিধায়ক বলেন, “নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর অনুমতি এভাবে রাজ্যপাল আটকাতে পারেন না। তবু আমরা ধৈর্য্য ধরে অপেক্ষা করছি। স্পিকার এ ব্যাপারে রাজ্যপালকে আইন মনে করিয়ে চিঠিও দিয়েছেন। জবাব না পেলে নির্দিষ্ট সময়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

আরও পড়ুন: হলং বাংলোয় অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট হাতে পেলেন মন্ত্রী বীরবাহা
