দলীয় শৃঙ্খলাভঙ্গে কড়া পদক্ষেপ শাসকদলের। দলের ভাবমূর্তি নষ্ট করায় দক্ষিণ কলকাতার ২ কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল (TMC)। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল (Swaraj Mandol) ও ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (Tarakeswar Chakraborty) শোকজ করা হয়েছে।
এই ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়েছে বলে অভিযোগ করে ২ কাউন্সিলরকেই শো-কজ করল তৃণমূল (TMC)। শাসকদলের দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্য সভাপতি সুব্রত বকসি, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য অরূপ বিশ্বাসকে শো-কজ করার নির্দেশ দেন। তারপরেই এই দুই শাসক দলের কলকাতার কাউন্সিলরকে শো-কজ করা হয়েছে।
