Monday, November 3, 2025

চা বাগানের দখলদারি নিয়ে অশান্তির জের! চোপড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ২০

Date:

চা বাগানের (Tea Garden) দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম অশান্তি! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া (Chapora)। অভিযোগ, শনিবার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালির অশান্তিতে ছররা গুলি চলে। দুপক্ষের অশান্তির জেরে গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ২০ শ্রমিক। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে খবর। তবে পুলিশ সুপার সাফ জানিয়েছে, গুলি চলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। এলাকার পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা লতিফুর রহমান বলেন, এখানে ডানকানসের চা বাগান ছিল। সংস্থা যখন বাগান ছেড়ে চলে গেল তখন শ্রমিকেরাই চা বাগান চালিয়ে যাচ্ছিলেন। এখন শ্রমিকদের মধ্যে বিভাজন হয়েছে। তার জেরেই এই গোলমাল। ঘটনার জেরে কয়েক জন আহত হয়েছেন বলে খবর। তবে, গুলি চলার কোনও খবর আমি পাইনি। ইট, পাথর ছোড়াছুড়ি হয়েছে।

সমস্যার শুরু অনেকদিন আগে থেকেই। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালিতেই ‘ডানকানস’ গ্রুপের একটি চা-বাগান ছিল। সংস্থাটি চা-বাগান ছেড়ে চলে যায় কমপক্ষে বছর দশেক আগে। তারপর থেকেই পরিত্যক্ত অবস্থায় এতদিন পড়েছিল চা-বাগানটি। কিন্তু ডানকানস গ্রুপ চা বাগানের অধিকার ছেড়ে চলে গেলেও চা শ্রমিকদের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে শুরু হয় বচসা। শনিবার তা ভয়ঙ্কর আকার ধারণ করে। এদিন সকাল থেকেই জমি দখলকে কেন্দ্র করে চড়তে থাকে উত্তেজনার পারদ। এরপর আচমকাই জমি মাফিয়ারা পাখিমারা বন্দুক থেকে ছররা গুলি চালায় বলে অভিযোগ।

ইসলামপুর পুলিশ জেলার সুপার জানান, একটি চা-বাগানের জমি নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে অশান্তির সূত্রপাত। গোলমালের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে সবাইকে সরিয়ে দেয়। আমরা তদন্ত শুরু করছি। আইন মোতাবেক সমস্ত তদন্ত চলবে। তবে গুলি চলার কোনও প্রমাণ বা তথ্য আমরা ঘটনাস্থল থেকে পাইনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version