Friday, December 12, 2025

অ্যাপ বাইকের বেপরোয়া গতির জের! নিউটাউনে যাওয়ার পথে মৃত্যু হুগলির তরুণীর

Date:

Share post:

ফের শহরে বেপরোয়া গতির জের! যার জেরে প্রাণ গেল এক তরুণীর। নিউটাউনে (Newtown) এমন দুর্ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অ্যাপ বাইক (App Bike) চালকের বেপরোয়া গতির জেরেই এমন কাণ্ড। পুলিশ সূত্রে খবর, মৃতা পড়ুয়ার নাম প্রিয়সী পাল (২২)। চুঁচুড়া (Chinsurah) বিধানসভার অন্তর্গত কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রীর বাসিন্দা ওই পড়ুয়া সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতেন বলে পরিবার সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, ছাত্রীর অকালমৃত্যুতে শোকস্তব্ধ চুঁচুড়ার এলাকাবাসী।

প্রিয়সীর পরিবারের দাবি, বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে এমন পরিণতি। ঘটনা প্রসঙ্গে কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ জানান, ওই পরিবার সূত্রে তিনি এই মর্মান্তিক খবর জানতে পেরেছেন। বাইক দুর্ঘটনায় প্রিয়সীর ঘাড়ের শিরা ছিঁড়ে যাওয়ার ফলে তাঁর মৃত্যু হয়েছে। অবিলম্বে পুলিশি পদক্ষেপের দাবি তুলেছেন।

পরিবার সূত্রে খবর, সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করার পর নিউ টাউনের একটি প্রতিষ্ঠানে ‘সামার ইন্টার্নশিপ’ কোর্স করছিলেন প্রিয়সী। প্রতিদিনই চুঁচুড়ার বাড়ি থেকেই নিউ টাউন যাতায়াত করতেন। মৃতার মা মৌসুমী পাল জানান, শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। প্রথমে ট্রেন ধরে হাওড়া এবং পরে সেখান থেকে অ্যাপ বাইকে করে নিউ টাউনের প্রতিষ্ঠানে গিয়েছিলেন। এরপর সবকিছু ঠিকঠাক থাকলেও তাল কাটে সন্ধের পর। একটি অচেনা নম্বর থেকে ফোন পান তিনি। ফোনে জানানো হয় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর মেয়ে। এরপরই মাথায় আকাশ ভেঙে পড়ে প্রিয়সীর মায়ের। এরপর নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল থেকে ফোন আসে মৌসুমীর কাছে। তড়িঘড়ি হাসপাতালের দিকে রওনা হলেও লাভের লাভ কিছুই হয়নি। ততক্ষণে মৃত্যু হয়েছে মেয়ের।

 

 

spot_img

Related articles

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...