Friday, November 28, 2025

থানা ঘেরাওয়ের নাটক বানচাল! অগ্নিমিত্রার মিথ্যাচারের পাল্টা গো ব্যাক স্লোগান তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) লজ্জাজনক হার! আর সেই হারের ধাক্কা একেবারে সামলাতে না পেরে ‘প্রতিহিংসার রাজনীতি’ অব্যহত বিজেপির (BJP)। বাংলায় পায়ের তলার মাটি সরতেই হালে পানি না পাওয়ার হাল গেরুয়া শিবিরের। আর সেকারণেই কোনও ইস্যু না পেয়ে একের পর এক গাজোয়ারি শুরু বিজেপির। রবিবারও গেরুয়া রাজনীতির সেই ধারাই বজায় রইল। এদিন থানা ঘেরাও করে, রাস্তায় বসে উত্তেজনা ছড়ানোর সৃষ্টি করলেও কাজে দিল না বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) প্রচেষ্টা। উল্টে বিজেপি নেত্রীর এমন পদক্ষেপের বিরুদ্ধে এলাকা অশান্ত করার অভিযোগে বিজেপি নেত্রীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল (TMC)। তবে পুলিশের তৎপরতায় অগ্নিমিত্রার যাবতীয় কর্মকাণ্ড বানচাল হয়ে যেতেই থানার সামনে বসেই গাজোয়ারি শুরু করেন বিজেপি নেত্রী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর।

অভিযোগ কয়েক দিন আগে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ। বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ২৩ নম্বর ওয়ার্ড থেকে সুকুমার বাউড়ি এবং শেখ বিল্লিকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ঘটনায় রাজনীতির অছিলায় হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর সঙ্গে করে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ওই গৃহবধূর পরিবার-পরিজনেদের সঙ্গে নিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারি এবং নিরাপত্তার দাবিতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ঘেরাও করেন বিজেপি নেত্রী। এরপরই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি বিধায়ক।

অগ্নিমিত্রারা যখন থানার সামনে বিক্ষোভ করছেন তার খানিক দূরেই জড়ো হন তৃণমূলের লোকজন। তাঁরা বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, নবীনপল্লি এলাকার তৃণমূলের বুথ সভাপতি পরিমল হালদারের অভিযোগ, ‘‘আত্মহত্যার নাম করে ওই মহিলা বিজেপি কর্মীদের দিয়ে ভুয়ো ভিডিয়ো করে আমাদের বদনামের চেষ্টা হচ্ছে। আর অগ্নিমিত্রা তাতে রাজনৈতিক রং দেওয়ার জন্য থানা ঘেরাও করেছেন। দুর্গাপরের মতো শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করাতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে।

spot_img

Related articles

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব।...

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে...