Monday, November 3, 2025

থানা ঘেরাওয়ের নাটক বানচাল! অগ্নিমিত্রার মিথ্যাচারের পাল্টা গো ব্যাক স্লোগান তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) লজ্জাজনক হার! আর সেই হারের ধাক্কা একেবারে সামলাতে না পেরে ‘প্রতিহিংসার রাজনীতি’ অব্যহত বিজেপির (BJP)। বাংলায় পায়ের তলার মাটি সরতেই হালে পানি না পাওয়ার হাল গেরুয়া শিবিরের। আর সেকারণেই কোনও ইস্যু না পেয়ে একের পর এক গাজোয়ারি শুরু বিজেপির। রবিবারও গেরুয়া রাজনীতির সেই ধারাই বজায় রইল। এদিন থানা ঘেরাও করে, রাস্তায় বসে উত্তেজনা ছড়ানোর সৃষ্টি করলেও কাজে দিল না বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) প্রচেষ্টা। উল্টে বিজেপি নেত্রীর এমন পদক্ষেপের বিরুদ্ধে এলাকা অশান্ত করার অভিযোগে বিজেপি নেত্রীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল (TMC)। তবে পুলিশের তৎপরতায় অগ্নিমিত্রার যাবতীয় কর্মকাণ্ড বানচাল হয়ে যেতেই থানার সামনে বসেই গাজোয়ারি শুরু করেন বিজেপি নেত্রী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর।

অভিযোগ কয়েক দিন আগে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ। বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ২৩ নম্বর ওয়ার্ড থেকে সুকুমার বাউড়ি এবং শেখ বিল্লিকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ঘটনায় রাজনীতির অছিলায় হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর সঙ্গে করে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ওই গৃহবধূর পরিবার-পরিজনেদের সঙ্গে নিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারি এবং নিরাপত্তার দাবিতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ঘেরাও করেন বিজেপি নেত্রী। এরপরই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি বিধায়ক।

অগ্নিমিত্রারা যখন থানার সামনে বিক্ষোভ করছেন তার খানিক দূরেই জড়ো হন তৃণমূলের লোকজন। তাঁরা বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, নবীনপল্লি এলাকার তৃণমূলের বুথ সভাপতি পরিমল হালদারের অভিযোগ, ‘‘আত্মহত্যার নাম করে ওই মহিলা বিজেপি কর্মীদের দিয়ে ভুয়ো ভিডিয়ো করে আমাদের বদনামের চেষ্টা হচ্ছে। আর অগ্নিমিত্রা তাতে রাজনৈতিক রং দেওয়ার জন্য থানা ঘেরাও করেছেন। দুর্গাপরের মতো শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করাতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...