Wednesday, December 24, 2025

কঙ্গনাকে চিনতেই পারলেন না অন্নু কাপুর! পাল্টা খোঁচা বলিউড ক্যুইনের

Date:

Share post:

বি-টাউনের বিতর্কিত অভিনেত্রী মানেই সবার আগে উঠে আসে নবনির্বাচিত সংসদ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranawat) নাম। কখনও কৃষক আন্দোলন নিয়ে জঘন্য মন্তব্য করছেন, কখনও আবার বিমানবন্দরে চড় খাচ্ছেন। সিনেমা দিয়ে না হলেও নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সব সময় শিরোনামে থাকেন বলিউডের ক্যুইন অভিনেত্রী। এবার তাঁকে কার্যত পাত্তাই দিলেন না অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। ‘হামারে বারাহ’-র প্রচার করতে গিয়ে একটি সাংবাদিক বৈঠকে অভিনেতাকে কঙ্কনার চড় খাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে অন্নু বলেন, , ‘কে কঙ্গনা? আমাকে কেউ প্লিজ বলুন উনি কে? আপনি যখন ওঁর কথা জিজ্ঞাসা করছেন তাহলে নিশ্চয়ই উনি একজন নামী অভিনেত্রী হবেন। খুব সুন্দরী কী?’ ব্যাস, এই কথা প্রচার হওয়া মাত্রই নিজের স্টাইলে পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনা।

বিজেপির টিকিটে মান্ডি থেকে যেতে সাংসদ হয়েছেন অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। সিনেমাতে সক্রিয়ভাবে তাকে দেখা না গেলেও রাজনীতির ময়দানে বিভিন্ন সময় অভিনেত্রীর কার্যকলাপ সকলের নজর কাড়ে। বিজেপি ঘেঁষা নায়িকাকে নিয়ে বিতর্ক কিছু কম নয়। সম্প্রতি চন্ডিগড় বিমানবন্দরে চড় খেয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে যখন বলিউডে নানা আলোচনা তখন অভিনেতা অন্নু কাপুরের কঙ্গনাকে চিনতে না পারার মন্তব্যে বেশ আলোড়ন তৈরি হয়েছে। কঙ্গনা মান্ডির নবনির্বাচিত সাংসদ এই কথা জানার পর অভিনেতা বলেন, ‘উনি ওটাও হয়ে গিয়েছেন? তাহলে তো উনি বেশ ক্ষমতাশালী। এক তো উনি সুন্দরী, তাই ওঁর উপর আমার হিংসা হচ্ছে, কারণ আমাকে দেখতে একেবারেই ভালো নয়। তার ওপর উনি আবার ক্ষমতাশালী। তবে আপনি বলছেন, কোনও অফিসার ওঁকে থাপ্পড় মেরেছেন। তাহলে তো এই ঘটনা নিয়ে আইনের দ্বারস্থ হওয়া উচিত।’

সমাজ মাধ্যমে এই ঘটনার ভিডিও শেয়ার করে অন্নু কাপুরকে ‘হিংসুটে’ বলে আখ্যা দিলেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আপনিও কী অন্নুজির সঙ্গে একমত? আপনিও কী সুন্দরী মহিলাদের ঘৃণা করেন? যদি তিনি সুন্দরী এবং সফল হন তাহলে কী আরও বেশি ঘৃণা করেন তাঁকে? এটা কী সত্যি হয়?’ এরপর এর অন্য একটি বড় পোস্ট করেছেন। সেখানে তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে নিজের কথার দায় তিনি নিতে রাজি আছেন, কিন্তু অন্যজন কী ভাবলেন সেটা নিয়ে তাঁর কোনও মাথা ব্যথা নেই।

 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...