Sunday, February 1, 2026

একই ট্র্যাকে ট্রেন আছে জানানোই হয়নি! চাঞ্চল্যকর দাবি মালগাড়ির সহ-চালকের

Date:

Share post:

রেল দুর্ঘটনা হলেই কোনও একজন মৃত রেলকর্মীর নামে দোষ চাপিয়ে দুর্ঘটনায় রেলের সামগ্রিক অব্যবস্থাকে লুকানোর চেষ্টা মোদি সরকারের রীতি। তবে কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় এবার আর সেভাবে পার পাচ্ছে না রেল দফতর। দুর্ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচে যাওয়া মালগাড়ির সহকারী চালকের চাঞ্চল্যকর বয়ান সামনে এসেছে, যেখানে রেলের সামগ্রিক ব্যবস্থার গাফিলতির ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে চিফ লোকো ইন্সপেক্টরও তাঁর বয়ানেও মালগাড়িকে ভুল ক্লিয়ারেন্স দেওয়ার অভিযোগ এনেছিলেন। সহকারী চালক মনু কুমার সুস্থ হয়ে মুখ খুলতেই কার্যত ফুটো হতে শুরু করেছে রেলের মিথ্যের ফানুস।

কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রেল বোর্ডের চেয়ারম্যান দাবি করেছিলেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির সহকারী চালক মনু কুমারের। অর্থাৎ তখন থেকেই দুর্ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শীকে সবার নজরের আড়ালে রেখে দিতে চেয়েছিল রেল। কিন্তু মনু কুমারের পরিচয় প্রকাশ্যে আসার পর আর তার বয়ান চাপা রাখতে পারেনি রেল। মনু কুমারের স্পষ্ট দাবি, যে ট্র্যাকে মালগাড়ি ছিল সেখানে সামনে যে একটি গাড়ি রয়েছে তা তাঁদের জানানোই হয়নি। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে তার ২০০ মিটার আগেই ছিল একটি বাঁক। বাঁক ঘুরতেই সামনে ট্রেন দেখে মালগাড়ি থামানোর সব রকম চেষ্টা করা হয়। কিন্তু দুর্ঘটনা এড়ানো যায়নি। সেই সঙ্গে পাশের লাইন দিয়ে সেই সময় আরও একটি গাড়ি থাকায় অন্য কিছু চোখে পড়েনি তাঁদের।

ইতিমধ্যেই যে সাত সদস্যের চিফ লোকো ইন্সপেক্টরের প্যানেল দুর্ঘটনার তদন্ত করেছেন, তাঁদের মধ্যে ওম প্রকাশ শর্মা নামে লোকো ইন্সপেক্টর দাবি করেছেন সিগনাল খারাপ থাকা অবস্থায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাতরপুর স্টেশন পৌঁছে না যাওয়া পর্যন্ত ওই ট্র্যাকে কমপ্লিট ব্লক থাকার কথা ছিল। এমনকি যে পেপার সিগনাল দেওয়া হয়েছিল সেটিও ভুল দেওয়া হয়েছিল, যেখানে স্পীড লিমিটের উল্লেখ ছিল না।

রেলকর্তাদের মুখ বাঁচানোর জন্য মালগাড়ির চালক ও সহকারী চালকের ঘাড়ে বন্দুক রাখার যে পন্থা রেল নিয়েছে কার্যত মনু কুমারের বয়ানে সেই পরিকল্পনায় জল ঢেলে দেওয়া হয়েছে। কেন কাঞ্চনজঙ্ঘার কথা মালগাড়িকে জানানো হয়নি, এই প্রশ্ন তুলে সহকারী চালক রেলকেই বিপদে ফেলে দিয়েছেন। রেল কর্তৃপক্ষের কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে মালগাড়ির গতির অভিযোগ করা হয়েছে। এবার তার পাল্টা রেলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন মনু কুমার।

spot_img

Related articles

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...