Thursday, August 21, 2025

হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর শহর। বিভিন্ন জায়গায় ধস নামার পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হয় শহরে। বহু গাড়ি এমনকি জাতীয় সড়কের একটা অংশ ভেসে যায় হড়পা বানে। আবহাওয়া দফতরের দাবি, বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকায় প্রশাসনিক ভাবেও কোনও প্রস্তুতি ছিল না এই দুর্যোগের। জলের তোড় কমে যাওয়ার পরে দ্রুত উদ্ধার কাজ শুরু করে ইটানগর প্রশাসন।

রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ইটানগর শহরের বিভিন্ন জায়গায় হড়পা বান নামতে দেখা যায়। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টির সম্মুখিন হয় গোটা অরুণাচল। তবে দুদিন ধরে সেখানে বৃষ্টি বন্ধ ছিল। রবিবারও বৃষ্টির পূর্বাভাস ছিল না। হড়পা বানে ৪১৫ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ ভেসে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইটানগর শহর। জলের তোড়ে ভেসে যায় বহু বাড়ি।

এই দুর্যোগে কোনও প্রাণহানির ঘটনা সামনে না এলেও এরপরই শহরের মানুষকে আরও সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। এরপরে আরও মেঘ ভাঙা বৃষ্টিরও আশঙ্কা করছে আবহাওয়া দফতর। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পরেও জাতীয় সড়কে দীর্ঘ গাড়ির সারি দেখা যায়। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর দুর্যোগে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষকে উদ্ধার করে আশ্রয় দেওয়ার জন্য রিলিফ ক্যাম্প খুলেছে রাজ্য প্রশাসন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version